মোটরসাইকেলে মদ বহন করছিল দুই যুবক, ট্রাক ধাক্কায় একজনের মৃত্যু

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মটরসাইকেলে বিদেশি মদ নিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় আফরোজ হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় মোজাম্মেল হক (২৪) নামে অপর এক যুবক আহত হয়ে হয়েছেন।

গতকাল রোববার রাতে উপজেলার উপজেলার ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ আঞ্চলিক সড়কে রামগঞ্জ বিলাসী চর তিস্তার পাড়া মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। এসময় একটি ব্যাগে করে বহন করা বিদেশি মদের বোতল গুলো ভেঙে যায়। তবে একটি অক্ষত ছিল।

নিহত আফরোজ হোসেনের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার এলাকায়। তিনি ওই এলাকার ফিরোজ হোসেনের ছেলে। আফরোজ নয়াবাজার সৈয়দপুর প্লাজার ২য় তলার লোটো শোরুমের সামনে মোবাইল ও ইলেকট্রনিকস পণ্য বিক্রেতা।

আহত মোজাম্মেলের বাড়ি সৈয়দপুর পৌরসভার পুরাতন বাবু পাড়া এলাকায়। তিনি ওই এলাকার চাঁন মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বোদা উপজেলার বড়শশী ইউনিয়ন থেকে একটি ব্যাগে করে বিদেশি মদ বহন করছিল ওই দুই যুবক। পরে তারা ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ আঞ্চলিক সড়কের রামগঞ্জ বিলাসী চর তিস্তার পাড়া মোড়ে আসলে ভাউলাগঞ্জ গামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে সড়কের উপর ছিটকে পড়েন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আফরোজের শারীরিক অবস্থা আবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পথিমধ্যে আফরোজের মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা সড়ক দুর্ঘটনায় একজনের নিহত বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই দুই যুবকের ব্যাগে থাকা বিদেশি মদের বোতল ভেঙ্গে যাওয়ায় তারা গুরুতর আহত হন। পরে একজনের মৃত্যু হয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

অবশেষে সোমবার (১ সেপ্টেম্বর) দিনভর অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর বিট এলাকার ওই ৩০ বিঘা বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা।

১ ঘণ্টা আগে

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জেলাবাসীর বহুল প্রতীক্ষিত জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসা সেবা চালু করা হয়েছে।

১ ঘণ্টা আগে

জামালপুরের মাদারগঞ্জে পারিবারিক কলহের জেরে চিরকুট লিখে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

১ ঘণ্টা আগে

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ডুয়েট ক্যাম্পাস থেকে শুরু হয় একটি বিক্ষোভ মিছিল। তারা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ি মোড়ে এসে ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।

২ ঘণ্টা আগে