বাকেরগঞ্জে দিনেদুপুরে ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি
বরিশাল
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৭: ৫৭
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে দিনেদুপুরে নিজের ঘরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন হাজী আব্দুস সত্তার হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে বাকেরগঞ্জ থানাধীন গোলদার বাড়ি নামক স্থানে একটি দুইতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ।

নিহতের স্ত্রী নাসিমা বেগম জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে তাদের বসত ঘরের দরজায় কে বা কারা নক দেয়। এ সময় তার স্বামী দরজা খুলে দিলে কিছু বুঝে ওঠার আগেই একজন লোক ছুরি দিয়ে কুপিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। ডাক-চিৎকার শুনে তাকে বাঁচাতে যাওয়ার পূর্বেই হত্যাকারী পালিয়ে যায়। হত্যাকারী পাঞ্জাবি পরিহিত এবং তার মুখে দাঁড়ি ছিল।

নিহতের ভাইপো লিটন হাওলাদার জানান, তার চাচা সত্তার হাওলাদারের সাথে এলাকায় কারো সাথে তেমন কোন শত্রুতা নেই। কে বা কারা কি কারনে তাকে হত্যা করেছে তার বোধগম্য নয়।

নিহত হাজী আব্দুস সত্তার হাওলাদার অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন। তার স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ডাঃ জাহিদ হাসান জানান, নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই হাজী আব্দুস সত্তার হাওলাদারের মৃত্যু হয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, “কে বা কারা ঘরে ঢুকে একজনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

সারাদেশে আইন-শৃঙ্খলা অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখা।

১ ঘণ্টা আগে

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১ ঘণ্টা আগে

সকল হত্যাকাণ্ডের বিচারের দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে বলে ঘোষণা করেন বিএনপির এই নেতা।

২ ঘণ্টা আগে

রফিকুল ইসলাম রফিক বলেন,বিএনপির জনপ্রিয়তা ইর্ষন্বিত হয়ে ৭১-এর পরাজিত ও পতিত আওয়ামী লীগসহ অপশক্তিগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান টার্গেট বানিয়েছে। তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রকারীরা মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

২ ঘণ্টা আগে