অপরাধের সঙ্গে জড়িত থাকলেই কঠোর ব্যবস্থা: ডিআইজি মল্লিক

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। ঢাকা রেঞ্জের এসপিদের উদ্দেশে এমনটাই নির্দেশনা দিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ঢাকা এরিয়ার মধ্যে নিষিদ্ধ সংগঠন কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না।

রোববার (১১ মে) সকাল ১১টায় সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডিআইজি বলেন, বিগত সময় পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিলো আওয়ামী লীগ সরকার। কিন্তু আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ঢাকা রেঞ্জের কোন পুলিশ যদি অনৈতিক বা অপরাধের সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলেন, প্রতিটি থানাকে সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তার স্থানে পরিণত করতে হবে। এছাড়া, পুলিশ সদস্য কিংবা কোনো অপরাধীর বিরুদ্ধে অভিযোগ উঠলে, তা সরাসরি শুনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম মল্লিক বলেন, টক টু ডিআইজি নামে একটা মোবাইল অ্যাপ চালু করবে ঢাকা রেঞ্জ পুলিশ। যার মাধ্যমে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে যে কোনো অপরাধের তথ্য বা সাহায্য প্রাপ্তির জন্য পুলিশকে জানাতে পারবে। যারা তথ্য দিবে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে নাম পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন