টেকনাফে র‍্যাব কোস্টগার্ডের যৌথ অভিযান, ইয়াবা ফেনসিডিলসহ অস্ত্র জব্দ

প্রতিনিধি
Thumbnail image
উদ্ধারকৃত মাদক ও অস্ত্র

কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকা শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ সমুদ্র এলাকায় যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা, ৪ বোতল ফেনসিডিল এবং দুটি দেশীয় অস্ত্র জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও র‌্যাব-১৫।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীন বিসিজি আউটপোস্ট শাহপরী ও র‌্যাব-১৫ সিপিসি যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গতিবিধি সন্দেহজনক হলে একটি ইঞ্জিনচালিত কাঠের বোট থামার সংকেত দেওয়া হয়। কিন্তু কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি দ্রুত পালানোর চেষ্টা করে।

অভিযানিক দল বোটটিকে ধাওয়া করলে সেটি সাবরাং খুরের মুখ সংলগ্ন সমুদ্র চরে আটকে যায়। বোটে থাকা মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ ও বস্তার ভেতর লুকিয়ে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা, ৪ বোতল ফেনসিডিল এবং দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, জব্দকৃত মাদকদ্রব্য ও অস্ত্র সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হবে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে এগুলো ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা টেকনাফ থেকে নিয়মিত মাদক পাচারের চেষ্টা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে মাদকের বড় এ চালান আটক করা সম্ভব হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলোর অপতৎপরতা স্থবির হয়ে পড়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন শিল্প। ক্ষতির মুখে পড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ক্ষতি কাটিয়ে উঠতে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপন,সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযাসহ প্রত্যাশী পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের।

৪ ঘণ্টা আগে

টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান (২৮) নামে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) দুপুর তিনটার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

৬ ঘণ্টা আগে

নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েক জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

৬ ঘণ্টা আগে