বৈসাবি উৎসব শেষে ফেরার পথে চবি’র ৫ শিক্ষার্থীসহ ছয় জনকে অপহরণ

প্রতিনিধি
খাগড়াছড়ি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ২১: ১২
Thumbnail image

খাগড়াছড়িতে বৈসাবি উৎসব শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ শিক্ষার্থীসহ মোট ছয়জনকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃতদের মধ্যে রয়েছেন একজন নারী শিক্ষার্থীও। বুধবার (১৬ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে জেলা সদরের গিরিফুল এলাকা থেকে তাদের জোরপূর্বক তুলে নেওয়া হয়।

অপহৃতদের একজন, রিশান চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য এবং চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।

অন্য অপহৃতরা হলেন চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা অভিযোগ করে বলেন, আমাদের সংগঠনের সদস্যরা মঙ্গলবার রাঙামাটির বাঘাইছড়িতে বৈসাবি উৎসবে অংশ নিয়ে চট্টগ্রাম ফেরার পথে খাগড়াছড়িতে আটকা পড়ে। বাসের টিকিট না পাওয়ায় তারা খাগড়াছড়ির কুকিছড়া এলাকায় মৈত্রীময় চাকমার এক আত্মীয়ের বাড়িতে রাত যাপন করে। আজ (বুধবার) সকাল ৭টার গাড়িতে তারা চট্টগ্রাম ফেরার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই গিরিফুল এলাকা থেকে একটি টমটমে করে যাওয়ার পথে তাদের অপহরণ করা হয়।

তিনি আরও দাবি করেন, এই অপহরণের জন্য আমরা ইউপিডিএফ(প্রসীত গ্রুপ)-কে দায়ী করছি। তারা পরিকল্পিতভাবে আমাদের সংগঠনের সদস্যদের টার্গেট করে এ কাজ করেছে।

তবে ইউপিডিএফ(প্রসীত)-এর জেলা সংগঠক অংগ্য মারমা এই অভিযোগ অস্বীকার করে বলেন,

এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আমরা করি না। বরং আমরা ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধে কাজ করে যাচ্ছি। কোনো মহল ষড়যন্ত্র করে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।”

অপহৃতদের সঙ্গে থাকা টমটম চালককেও অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, চবি’র পাঁচজন শিক্ষার্থীসহ মোট ছয়জনকে অপহরণের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। ঘটনাটি পাহাড়ের একটি আঞ্চলিক সংগঠনের সম্পৃক্ততায় ঘটেছে বলে ধারণা করছি। মোবাইল প্রযুক্তি ব্যবহার করে অপহৃতদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে এবং দ্রুত উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালিত হচ্ছে

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসেও একই ইঙ্গিত মিলেছে। পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) থেকেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে

৬ মিনিট আগে

সকল ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় উল্টো বোট মালিক ও চালকদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে সরকারি পরিচালক রিয়াদ। তার এ সকল দুর্নীতির তদন্ত করে বিচারের পাশাপাশি তাকে দ্রুত ভোলা থেকে বদলি না করলে আগামী ২০ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাবেন

২৫ মিনিট আগে

নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা আর্থিক লেনদেন ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ সম্পন্ন হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

৪৩ মিনিট আগে

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে

২ ঘণ্টা আগে