সোনারগাঁয়ে ডিবি পরিচয়ে কোটি টাকা লুটের অভিযোগ

প্রতিনিধি
সোনারগাঁ
Thumbnail image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিবি পুলিশ পরিচয়ে ফিল্মি স্টাইলে ডাকাতি সংঘটিত করেছে বলে অভিযোগ উঠেছে। ডাকাতদল একটি বেসরকারি কোম্পানির ১ কোটি ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ভুক্তভোগীদের অস্ত্র ঠেকিয়ে টাকা নিয়ে যাওয়া হয়। গত শনিবার দুপুরে মহাসড়কের দড়িকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতে দিবা এন্টারপ্রাইজের ম্যানেজার মো. নাজিম উদ্দিন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ঢাকার ভাটারা থানা এলাকার ‘দিবা এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের ম্যানেজার মো. নাজিম উদ্দিন ও একই কোম্পানির মাইক্রোবাস চালক মামুন শেখ গত শনিবার দুপুরে ঢাকার মতিঝিল জীবন বীমা ভবনে থাকা সিটি ব্যাংকের কর্পোরেট শাখা থেকে ১ কোটি ১০ লাখ টাকা উত্তোলন করে তাদের চাঁদপুরের দিবা এন্টারপ্রাইজ শাখার উদ্দেশে যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের সোনারগাঁয়ে দড়িকান্দি ব্রিজ পার হতেই পেছনে থাকা সিলভার রঙের একটি এক্সজিও ফিল্ডারযোগে অজ্ঞাতপরিচয় ৬ সদস্যের একটি দল তাদের গাড়ির গতিরোধ করে। পরে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভুক্তভোগী ম্যানেজারকে গাড়িটি তল্লাশির কথা বলে। একপর্যায়ে তারা অস্ত্রের মুখে জিম্মি করে চোখ বেঁধে ও হ্যান্ডকাফ পরিয়ে মাইক্রোবাসে বিভিন্ন স্থানে ঘুরিয়ে অপরিচিত একটি স্থানে থামিয়ে কোম্পানির মাইক্রোবাসে থাকা দুটি ব্যাগে ১ কোটি ১০ লাখ ও ভুক্তভোগীদের সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে চলে যায়।

ছুটির দিনে ব্যাংক থেকে কোটি টাকা উত্তোলনের বিষয়টি জানতে বাদী নাজিম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের কোম্পানিতে বিকাশে লেনদেন করা হয়। এটা শুধু সিটি ব্যাংকই করে। তাদের কোম্পানির মালিক দেশের বাইরে থাকায় তার স্বাক্ষর করা চেকের মাধ্যমে তারা টাকা উত্তোলন করেন। এটা করা যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, এ সম্পর্কে তাদের জানা নেই। খবর নিয়ে জানবেন বলে জানিয়েছেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, এ ঘটনার স্পট পরিদর্শন করেছেন। প্রযুক্তির সহায়তায় তারা তদন্ত শুরু করেছেন। আশা করছেন, দ্রুত ঘটনার সম্পর্কে অবগত হবেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) আসিফ ইমাম জানান, ঘটনার কথা শুনেছেন। তবে তিনি ছুটিতে থাকায় বিস্তারিত বলতে পারছেন না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

অভিযোগ করে প্রতিকার না পেয়ে তারা ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধনে অংশ নিতে যাওয়ার পথে কৃষকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ককটেলের বিস্ফোরণ করা হয়। এতে চারজন কৃষক আহত হন

১ দিন আগে

ঘোষণা অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। দাবি আদায় না হলে রোববার ভোর ৬ টা থেকে দাবি না মানা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে

১ দিন আগে

দুর্নীতিকে না বলতে হবে সব পর্যায় থেকে। শিক্ষা জীবন থেকে এর চর্চা শুরু করতে হবে। শিক্ষা জীবনে যদি একজন শিক্ষার্থী দুর্নীতি প্রতিরোধের চেতনা ধারণ করতে পারেন তাহলে ভবিষ্যতে কখনো সে দুর্নীতিতে জড়াবে না

১ দিন আগে

চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তইবুর রহমান ২০২৫-২৬ অর্থবছরে উপকারভোগীদের মধ্যে ভালনারেবল উইম্যান বেনিফিট ভিডাব্লিউবি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম, জালিয়াত ও দুর্নীতি করেছেন। সচ্ছল ও অনেক সম্পদশালী ব্যক্তিরা কার্ড পেয়েছেন। প্রতিকার্ডে ৭ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন তিনি

১ দিন আগে