নিখোঁজের পাঁচদিন পারও সন্ধান মেলেনি ব‍্যবসায়ী স্বপনের

প্রতিনিধি
জামালপুর
Thumbnail image
ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ব্যবসায়ী স্বপন মিয়া(৩৯) নিখোঁজের ৫ দিন পার হলেও সন্ধান পাওয়া যায়নি। গত শনিবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ স্বপন মিয়া উপজেলার পোগলদীঘা ইউনিয়নের মূলবাড়ী এলাকার জসিম উদ্দিন মোল্লার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বুলবাড়ি গ্রামের জসীম উদ্দিন মোল্লার ছেলে স্বপন মিয়া গত শনিবার রাতে এশার নামাজ পড়ার কথা বলে মোটর সাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর রাত ৯টায় মুঠোফোনে স্ত্রী আখির সাথে বাড়িতে আসার কথা হয়।

কিন্তু গভীর রাত হলেও তিনি আর বাড়িতে ফিরেনি। তার মোটরসাইকেলটি চৌধুরী মোড় এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও তার শার্ট উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

তার পরিবারের সদস্যরা দিন কাটছে দুশ্চিন্তায় ও আহাজারিতে।

এ ঘটনায় নিখোঁজের পিতা জসিম উদ্দিন মোল্লা সরিষাবাড়ী থানায় গত রোববার দুপুরে একটি সাধারণ ডায়েরী করেছেন।

নিখোঁজ ব্যবসায়ী স্বপন মিয়ার স্ত্রী আখিঁ আকতার বলেন, নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। তার স্বামীকে দ্রুত জীবিত উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানান তিনি।

নিখোঁজের পিতা জসিম উদ্দিন মোল্লা বলেন, সন্তানকে হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি। পুলিশকে অনুরোধ করেন দ্রুত ছেলেকে তাদের কাছে ফিরে দিতে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান বলেন, এ থানায় আমি নতুন এসেছি। অভিযোগ দেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

নেতৃবৃন্দ অবিলম্বে ছাত্র নেতা শাহরিয়ার আলম সম্য হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

৪ ঘণ্টা আগে

৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি মোঃ মশিউর রহমানসহ বিভিন্ন ব্যক্তিকে মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে প্রতিবেশী আব্দুল করিমের বিরেুদ্ধে।

৫ ঘণ্টা আগে

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর,মারপিট ও লুটপাটের সাথে জড়িত থাকার অভিযোগে খুলনার তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়ন বিএনপি'র সম্মেলন প্রস্তুত আহ্বায়ক কমিটির দুই সদস্যকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

৫ ঘণ্টা আগে