বিজিবির অভিযানে মাদকসহ দশলক্ষাধিক টাকার ভারতীয় মাল জব্দ

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে ১১৯ বোতল ভারতীয় মদসহ প্রায় সাড়ে দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার দিনভর জেলার পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর , চান্দুরিয়া ও ঝাউডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

তবে এসময় কাউকে আটক করা যায়নি। বুধবার বিকালে সাতক্ষীরা -৩৩ব্যা টেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক এ তথ্য জানান ।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা থেকে ১৯ বোতল ভারতীয় পান্স মদ ও চান্দুরিয়া থেকে ১০০ বোতল ভারতীয় পান্স মদ আটক করা হয়। এছাড়া পদ্মশাখরা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ভোমরা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, বৈকারী থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, তলুইগাছা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, কাকডাঙ্গা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও শাড়ি,

মাদরা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, ঝাউডাঙ্গা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, হিজলদী থেকে ১ লাখ ৫ হাজার- টাকা মূল্য ভারতীয় ওষুধ, সুলতানপুর থেকে ৭০ হাজার টাকা মূল্য ভারতীয় ওষুধ, চান্দুরিয়া থেকে ১ লাখ ৪০ হাজারটাকা মূল্য ভারতীয় ওষুধ আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত ভারতীয় মালামালের মূল্য দশ লাখ সাতাশ হাজার পাঁচশত টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্টোরে জমা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইলের ঘাটাইলে ছেলে জামিলের (২০) বিরুদ্ধে বাবা রাশিদুল হক খান সুমনকে (৪৭) অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।

১ দিন আগে

এঘটনায় সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সোয়েলের পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি।

১ দিন আগে

বাগেরহাটের ফকিরহাট এলাকার কাটাখালী মোড় থেকে অভিযান চালিয়ে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

১ দিন আগে

ফেনীর ছাগলনাইয়া থানার পুলিশ ও বিজিবি পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার এবং তিনজনকে আটক করেছে।

১ দিন আগে