শিবির নেতা হত্যা মামলায় নদভী রিমান্ডে

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রশিবির নেতা শান্ত হত্যা মামলায় চট্টগ্রামের সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রামের মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক।

এদিন নদভীকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবীর।

মামলার বিবরণ অনুযায়ী, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় গুলিবিদ্ধ হন ইসলামী ছাত্রশিবিরের সাথি ফয়সাল আহমেদ শান্ত।

পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন থানা জামায়াতের আমির মাহবুবুল হাছান রুমী।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৫ ডিসেম্বর ঢাকায় গ্রেপ্তার হন সাবেক সংসদ সদস্য নদভী। এক সময়ের জামায়াতে ইসলামীর এই নেতা দল পাল্টিয়ে আওয়ামী লীগে যোগ দেন।

নদভী চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছর দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি হার মানেন স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের কাছে।

সাবেক সংসদ সদস্য নদভী আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) অধ্যাপক ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

আঞ্চলিক সশস্ত্র গ্রুপগুলোর অপতৎপরতা স্থবির হয়ে পড়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন শিল্প। ক্ষতির মুখে পড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ক্ষতি কাটিয়ে উঠতে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপন,সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযাসহ প্রত্যাশী পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের।

৪ ঘণ্টা আগে

টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান (২৮) নামে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) দুপুর তিনটার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

৬ ঘণ্টা আগে

নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েক জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

৬ ঘণ্টা আগে