ফেনীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা আটক

প্রতিনিধি
ফেনী
Thumbnail image
ছবি: সংগৃহীত

ফেনী থেকে মো. আশরাফুল হাসান জাবেদ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এসময় তার শয়ন কক্ষ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বেশকিছু ককটেল তৈরির ও মাদক সেবনের সরঞ্জাম এবং ২ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে বিষয়টি যৌথবাহিনীর পক্ষ থেকে ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। মো. আশরাফুল হাসান জাবেদ ফেনীর দাগনভূঞা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক।

যৌথ বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ফেনীর দাগনভূঞা পৌরসভার আজিজ ফাজিলপুর এলাকার মৃত রেজাউল হকে বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর সদস্যরা। এ সময় রেজাউল হকের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশরাফুল হাসান জাবেদের শয়ন কক্ষের খাটের পাটাতনের নিচ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বেশকিছু ককটেল তৈরির ও মাদক সেবনের সরঞ্জাম এবং ২ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। পরে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক সোমেন মন্ডল জানান, ওই ঘরে মাদক রয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালাই। এসময় আগ্নেয়াস্ত্র, বুলেট এবং মাদক তৈরি ও ককটেল তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।এর আগেই বিষয়টি টের পেয়ে ঘর ছেড়ে পালিয়ে যায় অপকর্মের হোতা মো. আশরাফুল হাসান জাবেদ। পরে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালা উদ্দিন মামুন জানান, দাগনভূঞা উপজেলা ছাত্রদল নেতা জাবেদের বাসা থেকে বিভিন্ন রকম অবৈধ সরঞ্জামাদি উদ্ধারের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণ হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

রাঙামাটির কাউখালীতে মারমা তরুণীকে ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। তবে মো. ফাহিম ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, তার সাথে ঐ তরুণীর আড়াই বছর ধরে প্রেম-স্বামী ও স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল। বরং ঐ তরুণী কিছু দিন আগে আমাকে বাদ দিয়ে নতুন সম্পর্ক গড়েছে অন্য যুবকের।

৭ ঘণ্টা আগে

নরসিংদীতে স্ত্রীকে হত্যা করে নিজে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে রাজু মিয়া নামের এক ব্যক্তি। রাজু মিয়া নরসিংদী সদর উপজেলার বালুসাই গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আলী মোহাম্মদ।

৭ ঘণ্টা আগে

শুক্রবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের মা আলেয়া বেগম (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পাশবিক ও মর্মান্তিক হত্যাকাণ্ডের পর শনিবার (১৯ এপ্রিল) টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার নম্বর–৩৪।

১১ ঘণ্টা আগে

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থী কন্যাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তার বাবা আকরাম হোসেনকে। এই নৃশংস ঘটনার মূল অভিযুক্ত নান্টু ও তার সহযোগী খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

১৪ ঘণ্টা আগে