তিনদিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ

পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

প্রতিনিধি
স্টাফ রিপোর্টার
Thumbnail image
ছবি: প্রতিনিধি

এক স্নাতক পরীক্ষার্থীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে ভূক্তভোগী কলেজ ছাত্রী বাদি হয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সহযোগিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ দায়েরের পরেও গত তিনদিনে পার হয়ে গেলেও জেলার গৌরনদী মডেল থানার ওসি লিখিত অভিযোগটি মামলা হিসেবে রুজু করেননি বলে অভিযোগ করেছেন ওই নারী।

বুধবার বিকেলে ওই নারীর লিখিত অভিযোগে জানা গেছে, নলচিড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামের কলেজ পড়ুুয়া ওই গৃহবধূ তার স্বামীর সাথে ঢাকায় বসবাস করে আসছেন। হোসনাবাদ নিজাম উদ্দিন ডিগ্রী কলেজের ওই ছাত্রী স্নাতক পরীক্ষা দেওয়ার জন্য গত ২১ এপ্রিল নিজ বাড়িতে আসেন।

সূত্রমতে, ওই কলেজ ছাত্রী পরীক্ষা দিতে আসা-যাওয়ার পথে নলচিড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন হাওলাদার, তার সহযোগি জুয়েল সরদার ও কাইয়ুম খান যৌন হয়রানি করে আসছিলো।

এরইমধ্যে গত ২৮ এপ্রিল সকাল সাড়ে নয়টার দিকে ওই কলেজ ছাত্রী তার পাঁচ বছরের ছেলে আল মাহমুদ ও ভাবী আয়েশা বেগমকে সাথে নিয়ে নলচিড়া উচ্চ বিদ্যালয়ের সন্নিকটে পৌঁছলে বিএনপি নেতা স্বপন হাওলাদারের নেতৃত্বে তার দুই তিনজন সহযোগিরা পথরোধ করে।

স্বপন হাওলাদার ওই কলেজ ছাত্রীর হাত ধরে টানাটানি শুরু করে। একপর্যায়ে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করেন।

ভূক্তভোগী কলেজ ছাত্রী আরও জানান, ঘটনার পর তিনি মামলা দায়েরের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু আসামিরা প্রভাবশালী হওয়ায় থানার ওসি অভিযোগ দায়েরের তিনদিন পরেও মামলা রুজু করেননি।

তবে কলেজ ছাত্রীর লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা স্বীকার করে গৌরনদীর মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

বরিশাল
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসকরা। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পুরাতন হাইকোর্ট গেইটের সামনে বিসিএস হেলথ ফোরাম (বিএইচএফ) এই কর্মসূচির আয়োজন করে।

২ ঘণ্টা আগে

ঝিনাইদহ সদরে আধিপত্য বিস্তার নিয়ে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে মোশাররফ হোসেন নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে নারীসহ অন্তত ১০ জন।

৩ ঘণ্টা আগে

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ১৪টি জাতের বোরো হাইব্রিড ধানের ক্রপ ক্যাফেটেরিয়া মূল্যায়ন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভালুকজান ব্লকে কৃষকের জমিতে কৃষি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা, ডিলার, মিলার, কোম্পানীর প্রতিনিধি, কৃষক-কৃষাণী ক্রপ ক্যাফেটেরিয়ার অভিজ্ঞতা মূল্যায়নের জন্য মাঠ পরিদর্শন করেন।

৫ ঘণ্টা আগে

ময়মনসিংহে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও বিভাগীয় প্রশাসনের সহযোগিতায়দিবসটি পালন করা হয়।

৫ ঘণ্টা আগে