চুরির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

প্রতিনিধি
পাবনা
Thumbnail image
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা চুরির টাকা ভাগভাগি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক যুবদল নেতা আহত হয়েছেন। এ ছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার রাতে শহরের আলহাজ মোড়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সন্ধ্যার পর আলহাজ ক্যাম্প এলাকায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহসভাপতি মো. তারেক ও মো. সাইদের মধ্যে চুরি করে আনা অটোরিকশা বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়। তাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান একই এলাকার মো. মাসুদ, মো. রিপন ও মো. রনি। এক পর্যায়ে মাসুদ, রিপন ও রনি লাঠি দিয়ে তারেক ও সাইদকে মারধর করেন। তারা তারেকের মাথায় ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হামলার ঘটনার জেরে রাত সাড়ে ১০টার দিকে আলহাজ মোড়ে ১৫ থেকে ২০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে মাসুদ, রিপন, রনিসহ অভিযুক্তদের ধাওয়া দেয়। এ সময় হামলাকারীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঈশ্বরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযুক্তরা পালিয়ে যান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, সেপ্টেম্বর বিকেলে জেলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ মিছিল, ৮ সেপ্টেম্বর হরতাল-অবরোধ ও নির্বাচন কমিশন কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান,৯ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল, ১০ ও ১১ সেপ্টেম্বর টানা হরতাল

১২ ঘণ্টা আগে

বরাদ্দ পাওয়া প্রতিটি এতিমের বিপরীতে আরও দ্বিগুণ সংখ্যক শিক্ষার্থী থাকার কথা। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, নিবন্ধিত ৫০ জনের বেশি থাকার কথা থাকলেও নিয়মিত বসবাস করে মাত্র ৮ থেকে ১০ জন শিশু

১২ ঘণ্টা আগে

বাগেরহাট পল্লি বিদ্যুতের কয়েকজন কর্মচারী জানান, কর্মচারীরা চার দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এর মধ্যে রয়েছে—আরইবি ও পল্লি বিদ্যুৎ সমিতির একীভূতকরণ বা অন্য বিতরণ সংস্থার মতো কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি, সব চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী করা, চাকরিচ্যুত ও বরখাস্তদের পুনর্বহাল

১৩ ঘণ্টা আগে

সম্প্রতি প্রকাশিত গেজেটে ৯নং ওয়ার্ডকে রংপুর-১ আসনে অন্তর্ভুক্ত করা হয়, যা স্থানীয় বাসিন্দারা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য দাবি করে এর প্রতিবাদ জানাচ্ছেন

১৪ ঘণ্টা আগে