ঋণে জর্জরিত দম্পতির কীটনাশক পানে ‘আত্মহত্যা’

প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
Thumbnail image
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কীটনাশক পান করে এক দম্পতির মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার কুড়েরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এই দম্পতি হলেন আল আমিন (৩৫) ও তাঁর স্ত্রী জরিনা খাতুন (২৫)। আল আমিন কুড়েরপাড় এলাকার নান্নু মিয়ার ছেলে এবং জরিনা একই নোয়াগাঁও গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে। আল আমিন পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। এই দম্পতির দুই ছেলে-মেয়ে আছে।

জানা গেছে, সংসারের একাধিক ঋণের কিস্তি ও অভাবে জর্জরিত ছিলেন তারা। দারিদ্র্য আর মানসিক চাপে দাম্পত্য কলহ শুরু হলে দুজনে মিলে কীটনাশক ট্যাবলেট খান।

স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। জরিনা সেখানে পৌঁছার পরই মারা যান। কিছু সময় মৃত্যুর সঙ্গে লড়ে রাত ১টার দিকে মারা যান আল আমিন।

জরিনার ভাই আনোয়ার হোসেন বলেন, ‘অভাব আর টানাপোড়েনে তাদের সংসারে নিত্যদিন কহল লেগেই থাকত। কয়েক দিন আগে আল আমিন কিস্তির চাপে ইজিবাইক বিক্রি করে দেন। তারপর থেকেই শুরু হয় ঝগড়া। দুঃখ, হতাশা আর অসহ্য বেদনা থেকেই তারা এই পথ বেছে নেন।’

এ বিষয়ে আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেন বলেন, ‘অভাব-অনটন ও মানসিক যন্ত্রণার কারণেই আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ হাসপাতালে গেছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

কম্বোডিয়ায় পৌঁছানোর পরই আরজুর চক্র আকাশকে ২ হাজার মার্কিন ডলারে বিক্রি করে দেয় চায়নার একটি প্রতারণামূলক কোম্পানিতে। সেখানে তাকে বাধ্য করা হয় রাশিয়ান নারী সেজে অনলাইনে ভারতীয় যুবকদের সাথে প্রতারণার কাজে। মানবপাচারের শিকার হয়ে দিন কাটাতে থাকেন ভয়ে-আতঙ্কে

১৫ মিনিট আগে

ভুক্তভোগী শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বাস জব্দ করা হয়েছে। যে চালকের সহকারী তাকে ধাক্কা দিয়েছেন, তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং ক্ষমা চাইতে হবে। পরিবহন কর্তৃপক্ষকে লিখিত মুচলেকা দিতে হবে, যেন আর কোনো শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের আচরণ করা না হয়

২ ঘণ্টা আগে

অবশেষে সোমবার (১ সেপ্টেম্বর) দিনভর অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর বিট এলাকার ওই ৩০ বিঘা বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা।

১৭ ঘণ্টা আগে

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জেলাবাসীর বহুল প্রতীক্ষিত জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসা সেবা চালু করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে