৯ বছর পর তনু হত্যার দাবি

প্রতিনিধি
কুমিল্লা
Thumbnail image
ফাইল ছবি

নয় বছর পর সোহাগী জাহান তনু হত্যার বিচার চাইলো কুমিল্লার নাট্যশিল্পী গোষ্ঠী। আজ বৃহস্পতিবার সকালে ভিক্টোরিয়া কলেজের থিয়েটারের মহড়াকক্ষে এ স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিচার দাবি করা হয়।

অনুষ্ঠানে তনুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি বর্তমান সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ও ভিসিটির পৃষ্ঠপোষক অধ্যাপক মো. আব্দুল মজিদ, ভিসিটির উপদেষ্টা অধ্যাপক জিতেন্দ্রনাথ তরফদার, ভিসিটির সভাপতি মো. সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদসহ নাট্যশিল্পীরা।

২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তনুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে তাঁর বাবা বাদী হয়ে মামলা করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন।

ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি মো. সাব্বির আহমেদ বলেন, তনু ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের অষ্টম ব্যাচের সক্রিয় সদস্য ছিলেন। তনু হত্যার আজ নয় বছর পেরিয়ে গেলেও আমরা এখনো সুষ্ঠু বিচার পাইনি। তাঁর পরিবারের আর্তনাদ এখনো আমরা ঘোচাতে পারিনি। সরকারের শক্ত পদক্ষেপ না থাকায় দিন দিন দেশে তনু হত্যার মতো নির্মম হত্যাকাণ্ড, গুম, খুন ও ধর্ষণ প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমরা তনু হত্যার বিচার চাই।’

ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান উপদেষ্টা জীতেন্দ্রনাথ তরফদার বলেন, তনু মারা যাওয়ার কিছু দিন আগে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় নৃত্যে সে প্রথম হয়েছিল। তারপর হঠাৎ করে শুনি তনুর নির্মম হত্যাকাণ্ড। তার এ মৃত্যু এখনো মেন নিতে পারিনি। আমরা এ ঘটনার বিচার চাই।

জীতেন্দ্রনাথ আরও বলেন, ‘আজ নয় বছর হয়ে গেছে এখনো তনু হত্যার কোনো বিচারকার্য সমাধান হয়নি। যদি তনু হত্যার বিচারটা প্রথম দিকে হয়ে যেত, তাহলে হয়তো দেশে পরে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটত না।

অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল মজিদ বলেন, ‘তনু আমাদের একজন মেধাবী শিক্ষার্থী ছিল এবং ভিক্টোরিয়া কলেজ থিয়েটারে সাংস্কৃতিক চর্চায় অনেক এগিয়ে ছিল। তার মেধা ও প্রজ্ঞায় জাতীয়পর্যায়ের বিভিন্ন পুরস্কারও সে এনেছে। তার এই নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়ার নয়। আমরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাব, যত দ্রুত সম্ভব তনু হত্যার সুষ্ঠু বিচার কার্যক্রম সম্পাদন করার জন্য এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য।’

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, আশাকরি অন্তর্বর্তী সরকার দ্রুত এই হত্যা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

অভিযোগ করে প্রতিকার না পেয়ে তারা ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধনে অংশ নিতে যাওয়ার পথে কৃষকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ককটেলের বিস্ফোরণ করা হয়। এতে চারজন কৃষক আহত হন

১৬ ঘণ্টা আগে

ঘোষণা অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। দাবি আদায় না হলে রোববার ভোর ৬ টা থেকে দাবি না মানা পর্যন্ত লাগাতার অবরোধ চলবে

১৬ ঘণ্টা আগে

দুর্নীতিকে না বলতে হবে সব পর্যায় থেকে। শিক্ষা জীবন থেকে এর চর্চা শুরু করতে হবে। শিক্ষা জীবনে যদি একজন শিক্ষার্থী দুর্নীতি প্রতিরোধের চেতনা ধারণ করতে পারেন তাহলে ভবিষ্যতে কখনো সে দুর্নীতিতে জড়াবে না

১৬ ঘণ্টা আগে

চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তইবুর রহমান ২০২৫-২৬ অর্থবছরে উপকারভোগীদের মধ্যে ভালনারেবল উইম্যান বেনিফিট ভিডাব্লিউবি কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম, জালিয়াত ও দুর্নীতি করেছেন। সচ্ছল ও অনেক সম্পদশালী ব্যক্তিরা কার্ড পেয়েছেন। প্রতিকার্ডে ৭ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন তিনি

১৭ ঘণ্টা আগে