পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় জামায়াত নেতাসহ নিহত ২

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
প্রতীকী ছবি

পঞ্চগড়ের সদর উপজেলায় ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় জামায়াত নেতাসহ ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় মৈত্রী চা কারখানার সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বালিয়াডাঙ্গী এলাকার বাসিন্দা ও জামায়াতে ইসলামীর অঙ্গ সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অমরখানা ইউনিয়নের সভাপতি আহমদ আলী (৫৫) ও পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ইয়াসিন আলী (৭)।

আহতরা হলেন, সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল গোয়ালপাড়া এলাকার নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০), অমরখানা ইউনিয়নের চৈতন্যপাড়া এলাকার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫) ও ইউনিয়নের কাজীরহাট এলাকার দবিরুল ইসলামের মেয়ে প্রিয়া আক্তার (১৭)।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে জামায়াত নেতা আহমদ আলীসহ ৪ জন ইজিবাইকে চড়ে পঞ্চগড় জেলা শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিলেন। তারা পঞ্চগড় সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মৈত্রী চা কারখানার সামনে পৌঁছালে পঞ্চগড়গামী ডিবি পুলিশের একটি মাইক্রোবাস একই দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সামনের ইজিবাইককে ধাক্কা দেয়। গুরুতর আহত হন ইজিবাইকের চালকসহ ৫ জন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহমদ আলী ও ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। তবে গুরুতর আহত ইজিবাইক চালক শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থাপন করা হয়েছে। এছাড়া আহত সাদেকুল ও প্রিয়াকে হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয়রা মাইক্রোবাস ও ট্রাক আটক করে প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, বর্তমানে সচল করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করে থানায় নেয়া হচ্ছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে আসছে।

১ ঘণ্টা আগে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিকতা উদ্বোধন করা হয়েছে ঝিনাইদহে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল ১০টায় শহরের পশ্চিমে বিটিভি সেন্টারের বিপরীতে অবস্থিতি কেন্দ্রটি উদ্বোধন করা হয়।

১ ঘণ্টা আগে

সুন্দরবনের বানিয়াশান্তায় অবস্থিত অরণ্য ছায়া রিসোর্টে অসুস্থ হয়ে পড়া এক পর্যটককে দ্রুত চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

১ ঘণ্টা আগে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে চার মাস ১৮ দিন পর এবার রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।

২ ঘণ্টা আগে