সাতক্ষীরায় পরিবার পরিকল্পনা কর্মীদের চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় মাঠপর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মীরা দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে চতুর্থ দিনেও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের পরিবার কল্যাণ পরিদর্শক (এফপিআই), পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য দেন সাতক্ষীরা এফপিআই ও এফডব্লিউএ সমন্বয় পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহানারা খাতুন এবং সাংগঠনিক সম্পাদক মনিরা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. কবিরুল ইসলাম, অছিকুর রহমান, মেহেদী হাসান, মোতাহার হোসেন, অমল কুমার পাল, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা শাহানারা খাতুন, মাহমুদা সুলতানা, অন্তরা আফরোজ, এফডব্লিউএ সাহানাজ পারভীন ও ১৪টি ইউনিয়নের পরিদর্শক ও এফডব্লিউএ নেতৃবৃন্দ।

মাঠপর্যায়ের কর্মীরা জানান, তারা দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবু পদোন্নতি কাঠামো, বেতন গ্রেড সমন্বয় ও নিয়োগবিধি বাস্তবায়নসহ বিভিন্ন ন্যায্য দাবি দীর্ঘদিন অমীমাংসিত থাকায় হতাশা ও ক্ষোভ বেড়েছে।

সভাপতি শফিকুল ইসলাম বলেন,

“বছরের পর বছর মাঠপর্যায়ে আমরা কাজ করছি, কিন্তু পদোন্নতির সুযোগ নেই, বেতন কাঠামো যুগোপযোগী হয়নি। আমাদের ন্যায্য দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে।”

সাধারণ সম্পাদক শাহানারা খাতুন বলেন,

“নিয়োগবিধি বাস্তবায়ন আমাদের মৌলিক দাবি। এটি দ্রুত কার্যকর না হলে মাঠপর্যায়ের কাজ ব্যাহত হতে পারে।”


সাংগঠনিক সম্পাদক মনিরা খাতুন বলেন,

“১৪টি ইউনিয়নের কর্মীরা আন্দোলনে রয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রথম স্মারকগ্রন্থ ‘উজ্জীবন’ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে প্রকাশিত হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি প্রকাশনাটি প্

২ দিন আগে

মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফ থেকে ৯ বাংলাদেশি জেলে অপহরণ করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শাহপরীর দ্বীপের নিকটস্থ নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকারের পর ফেরার পথে এই ঘটনা ঘটে।

২ দিন আগে

রাজশাহীতে ভারতীয় আধিপত্যবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে অনুষ্ঠিত লং মার্চ ও ঘেরাও কর্মসূচি পুলিশের কঠোর ব্যারিকেডের কারণে সফল হয়নি। ‘জুলাই ৩৬ মঞ্চ’ আহ্বানিত এই কর্মসূচি ভদ্রা মোড় থেকে শুরু হলেও হাই কমিশন কার্যালয়ের প্রায় ১০০ মিটার আগে পুলিশ বাধা দিয়ে মিছিল আটকে দেয়।

২ দিন আগে

নীলফামারীতে অনুমতি ছাড়া মাটি ব্যবহার ও পরিবেশ লঙ্ঘনের অভিযোগে তিনটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২ দিন আগে