অনশনে কুয়েট শিক্ষার্থী অসুস্থ

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

কুয়েট ক্যাম্পাসে চলমান আমরণ অনশনে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগের ২৩ ব্যাচের ওই শিক্ষার্থী টানা সাড়ে ২১ ঘণ্টা অনশন পালনের পর মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে তাকে কুয়েট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চিকিৎসা দিতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থী ভর্তি হতে অস্বীকৃতি জানান। অনশনরত শিক্ষার্থীদের অনুরোধে তার নাম প্রকাশ করা হয়নি।

সোমবার রাতেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক, সহকারী পরিচালক, ডেপুটি পরিচালকসহ বেশ কয়েকজন শিক্ষক স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেন। এ সময় তারা অনশনরত শিক্ষার্থীদের অনশন ভেঙে আলোচনায় বসার আহ্বান জানান এবং জুস পান করিয়ে অনশন ভাঙানোর চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা তাতে সাড়া দেননি।

এর আগে সোমবার (২১ এপ্রিল) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৩২ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। দুপুর দুইটার পর থেকে শিক্ষার্থীরা ‘দুর্বার বাংলা’ পাদদেশে জড়ো হতে শুরু করেন এবং বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দার পূর্ব পাশে অনশনে বসেন। অন্যান্য শিক্ষার্থীরা তাদের ঘিরে অবস্থান নিয়ে প্রতিবাদে সংহতি জানান।

অনশন শুরুর পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষক সমাজ শিক্ষার্থীদের অনশন কর্মসূচি থেকে সরে এসে আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছে। মঙ্গলবার সকাল থেকে প্রায় অর্ধশতাধিক শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বেলা আড়াইটার দিকে ছাত্র কল্যাণ দপ্তরের কর্মকর্তারা সংবাদ সম্মেলন করেন।

পরবর্তীতে বিকেল তিনটার পর শিক্ষকরা আবারও অনশনস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙার আহ্বান জানিয়ে বক্তৃতা করেন। জুস পান করার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়েও শিক্ষার্থীদের অবস্থান থেকে সরানো সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত শিক্ষকরা জানিয়ে যান, “আমরা আবারও তোমাদের কাছে আসবো। আলোচনার দরজা সব সময় খোলা।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি)শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেরোবি শাখা সদস্য ফরম বিতরণ কর্মসূচি পালন করেছেন।

৮ ঘণ্টা আগে

দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাগেরহাট জেলা সদরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২০ জুলাই) দুপুরে শহর রক্ষা বাধ মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়।

৮ ঘণ্টা আগে

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, মন্ত্রিপরিষদের নির্দেশনায় আমরা নতুন উদ্যোমে এই গণশুনানি কার্যক্রম শুরু করি। মানুষজন নানা সমস্যা ও অভাব অভিযোগ নিয়ে আমাদের কাছে আসে। আমরা তাদের সাধ্য মতো সমাধান দেয়ার চেষ্টা করি।

৯ ঘণ্টা আগে

সাতক্ষীরার তালা উপজেলায় শরিফুল গাজী (৩৮) নামে এক মাদ্রাসার শিক্ষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে ঘটনার পরে অভিযুক্ত যুবক রাজু গাজী গণপিটুনিতে নিহত হয়েছে। রোববার (২০ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে খেশরা ইউনিয়নের শাহাপুর মাদ্রাসার সামনে ঘটনাটি ঘটে।

৯ ঘণ্টা আগে