চলন্ত ট্রেনে আগুন, বাঁচতে লাফ দিলেন দম্পতি; প্রাণ গেল ৮ মাসের শিশুর

প্রতিনিধি
চট্রগাম
Thumbnail image

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেনে চলন্ত অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত প্রায় পৌনে ৮টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় ট্রেনটি পৌঁছালে এক বগিতে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভয়ে এক দম্পতি তাদের আট মাস বয়সী সন্তানকে নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এ দুর্ঘটনায় প্রাণ হারায় শিশু মো. হামদান।

শিশুটির বাবা আবদুর রাজ্জাক (২৬) ও মা লিজা আক্তার (২০) গুরুতর আহত হয়েছেন। প্রথমে তিনজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে রাজ্জাক ও লিজাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরিবারটি কক্সবাজারের পিএমখালী ইউনিয়নের বাসিন্দা। সম্প্রতি তারা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে কক্সবাজারে ফেরার পথে ঘটে এ মর্মান্তিক ঘটনা।

লোহাগাড়া স্টেশন মাস্টার দিদার হোসেন জানান, আগুন লাগার প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

এদিকে, লোহাগাড়া থানার উপ-পরিদর্শক জাহেদ হোসেন বলেন, “ঘটনার পরপরই আহতদের হাসপাতালে নেওয়া হয়। দুঃখজনকভাবে শিশুটিকে বাঁচানো যায়নি। তার বাবা-মায়ের অবস্থা গুরুতর।”

ট্রেনের ভেতরে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর এক শিশুর মৃত্যু রেল ব্যবস্থাপনায় নিরাপত্তা ও ঝুঁকির প্রশ্ন নতুন করে সামনে এনেছে। চলন্ত ট্রেনে আগুন লাগার মতো ঘটনায় যাত্রীদের সুরক্ষা কতটা নিশ্চিত- সেই প্রশ্ন উঠছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে রেল কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ গ্রহণ ও যাত্রী নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে সংশ্লিষ্ট মহল থেকে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বরিশাল জেলা সাব রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনের ক্ষেত্রে সরকার নির্ধারিত উৎস কর কম নেওয়ার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে বেশ কয়েকটি দলিলে অনিয়মের স্পষ্ট প্রমাণও পেয়েছে কমিশন।

১৯ মিনিট আগে

চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চল নানা জটিলতায় জর্জরিত হয়ে এক হাজার ৪৩৩টি মামলার ভারে নুয়ে পড়েছে। ভূমি জটিলতা, ক্যাটারিং সার্ভিস, নিয়োগ সংক্রান্ত সমস্যা- সব মিলিয়ে মামলা যেন রেলওয়ের নিত্যদিনের বাস্তবতা।

৩৫ মিনিট আগে

সাতক্ষীরার লাবসা এলাকা থেকে ট্রাকভর্তি ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড় থেকে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

১ ঘণ্টা আগে

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যু আতঙ্ক। একসময় আত্মসমর্পণ করা বেশ কয়েকটি দস্যুবাহিনীর কারণে স্বস্তি ফিরে এসেছিল উপকূলের বনজীবী ও জেলেদের জীবনে।

২ ঘণ্টা আগে