পঞ্চগড়ে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৩০ আগষ্ট ) সকালে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় - ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন 'অধিকার' এ মানববন্ধনের আয়োজন করে।

গুমের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের সম্মুখীন কর, গুমের সাথে ভিকটিম পরিবারের পূর্নবাসন কর, গুমের ভিকটিমদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার কর, বাংলাদেশ থেকে গুম চিরতরে নির্মুল কর শ্লোগান সম্বিলিত বিভিন্ন প্লেকার্ড নিয়ে মানববন্ধনে দাঁড়ান গুম হওয়া স্বজনরা।

মানববন্ধনে বক্তব্য দেন অধিকার পঞ্চগড় এর সমন্বয়কারী পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম সফিক, পঞ্চগড় পরিবেশ আন্দোলন (বাপা) সাধারন সম্পাদক আজারুল ইসলাম জুয়েল, মানবাধিকার কর্মী সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, ময়দানদীঘি ডিগ্রী কলেজের প্রভাষক সমাজকর্মী শেখ সাজ্জাদ হোসেন, মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মামুন রনিক।

বক্তারা জানান, বিগত সরকারের সময়ে সারা দেশে শত শত মানুষকে গুম করা হয়েছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গিয়ে গুম করা হয়েছে। এখনো অনেক বাবা মা তার সন্তানের অপেক্ষার প্রহর গুণছেন। তাই দ্রুত প্রত্যেক গুমের শিকার ব্যক্তিকে খুঁজে বের করাসহ জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সাথে রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা।

বক্তারা বলেন, গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ অন্তবর্তীকালীন সরকার খসড়া অনুমোদন করেছে। শুধু আইন করলেই চলবে না। আইনের প্রয়োগ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। গুম কমিশনকে শক্তিশালী করতে হবে। মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে গুম চিরতরে নির্মূল হবে বলে দাবি করেন।

মানববন্ধন শেষে তারা একটি র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ক্যাম্প এলাকার মিডিয়া হাউজে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পঞ্চগড়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মানবাধিকার কর্মী, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে আসছে।

৪ ঘণ্টা আগে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিকতা উদ্বোধন করা হয়েছে ঝিনাইদহে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল ১০টায় শহরের পশ্চিমে বিটিভি সেন্টারের বিপরীতে অবস্থিতি কেন্দ্রটি উদ্বোধন করা হয়।

৪ ঘণ্টা আগে

সুন্দরবনের বানিয়াশান্তায় অবস্থিত অরণ্য ছায়া রিসোর্টে অসুস্থ হয়ে পড়া এক পর্যটককে দ্রুত চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

৪ ঘণ্টা আগে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে চার মাস ১৮ দিন পর এবার রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।

৫ ঘণ্টা আগে