টাঙ্গাইলে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিনিধি
টাঙ্গাইল
Thumbnail image
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলে মজলুম নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে তাঁর মাজারে বিএনপি, স্থানীয় রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, প্রেসক্লাব এবং ব্যক্তিবর্গ পুষ্পস্তবক অর্পণ করেন।

ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ডিন, রেজিস্ট্রার, প্রোভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। পরে ভাসানীর পরিবার ও সহকর্মীদের উপস্থিতিতে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়।

বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এছাড়া কেন্দ্রীয় ও জেলা নেতারা বক্তব্য রাখেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও গণঅধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হক নুরও মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমীর আহসান হাবিব মাসুদের নেতৃত্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে যারা হত্যা করেছে তাদের সবাইকে বিচার করতে হবে। আন্তর্জাতিক আদালতে ফ্যাসিস্টদের বিচার চলছে। শেখ হাসিনা ও অন্যদের ফাঁসির রায় দেশের ন্যায় প্রতিষ্ঠার পথ খুলে দিয়েছে।”

পুষ্পস্তবক অর্পণের পর টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা শাখার আয়োজন করা ‘গণঅভ্যুত্থান-২৪ ও বর্তমান প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক সাইফুল হক। সভাপতিত্ব ও সঞ্চালনা করেন যথাক্রমে জেলা সভাপতি সাইফুর রহমান রেজা ও নেতা আওয়াল মাহমুদ। সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বিএনপি নেতারা বক্তব্য রাখেন।

এছাড়া মওলানা ভাসানী ফাউন্ডেশন ও খোদা-ই-খেদমতগার আয়োজিত ভাসানী মেলার মধ্য দিয়ে প্রতিবারের ন্যায় দেয়ালপত্রিকা প্রকাশ, ওরশ, স্মরণ সভা ও গণভোজসহ সাতদিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়, যেখানে ভাসানীর ভক্ত ও অনুসারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নীলফামারীর সৈয়দপুরে গ্রীন হার্ট ফাউন্ডেশন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের দারুল উলুম মোড় এলাকায় ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

১০ ঘণ্টা আগে

দেওয়ানগঞ্জের ঝাউডাংগা বিজিবি আউট পোস্ট বুধবার (২৪ ডিসেম্বর) সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ গাড়ি থেকে ৪৭ বান্ডেল ভারতীয় থান কাপড় জব্দ করেছে।

১০ ঘণ্টা আগে

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের অভিনেতা, একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৯তম জন্মদিনে কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শোলাকিয়া বাগে রহমত মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ ঘণ্টা আগে

পৌষের মাঝামাঝি সময়ে টাঙ্গাইল জেলা ও এর ১২টি উপজেলা কনকনে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার চাদরে ঢেকে পড়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) ভোররাত থেকেই ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে পড়ে।

১০ ঘণ্টা আগে