বাগেরহাটে ভবনে ভয়াবহ আগুন, নিহত - ১

প্রতিনিধি
বাগেরহাট
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৪: ৫১
Thumbnail image
ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারী উপজেলায় মায়শা প্লাজার একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু হয়েছে এবং বহু প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এই ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ভবনের একটি বড় অংশ।

WhatsApp Image 2025-04-07 at 12.59.32_46919f43

পাঁচতলা ভবনটি এলাকায় একটি বাণিজ্যিক হাব হিসেবে পরিচিত, যেখানে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া ও আরও একটি বেসরকারি ব্যাংকের শাখা ছাড়াও ছিল বিভিন্ন নামী প্রতিষ্ঠানের শোরুম ও অফিস। ভবনের সর্বোচ্চ তলায় একটি বাসাবাড়িও ছিল, যেখানে আগুনে পুড়ে ওই নারীর মৃত্যু হয়। এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি।

জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান জানান, দমকল বাহিনী, পুলিশ, সেনাবাহিনী ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে আগুন নেভাতে কাজ করেন। তার ভাষায়, "ব্যাংকগুলোর ভেতর বড় কোনো ক্ষতি হয়নি, তবে আগুনে ভবনের অন্যান্য অংশে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে।"

চিতলমারী থানার ওসি এস এম শাহাদত হোসেন জানান, আগুনের প্রকৃত উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। ভবনের নিচতলা ও আশপাশে থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

খুলনার যুবক নাঈম মোল্লা হত্যাকাণ্ডে গ্রেপ্তার টিকটকার নুসরাত আমিন সুমনা নিজের সম্পৃক্ততার কথা জানিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার জবানবন্দি রেকর্ড করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত- ২ এর বিচারক মো. আল আমিন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

৮ ঘণ্টা আগে

জামালপুরের মেলান্দহ উপজেলায় আওয়ামী লীগের নেতাকে নিয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। এ মেলার আয়োজন করেন উপজেলা ভূমি অফিস।

১১ ঘণ্টা আগে

এখানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন জেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও স্থানীয় বিতর্কিত সামাজিক প্রতিষ্ঠান "পরস্পর"-এর ম্যানেজার আমিনুন্নাহার পিয়া। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতীতে একাধিক দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও এমন একজনকে বিচারক নির্বাচনের ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে।

১১ ঘণ্টা আগে