যুবদের হাত ধরেই এগোবে দেশ
পানছড়ি, খাগড়াছড়ি
পানছড়িতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভা শুরুর আগে জাতীয় যুব দিবসের শপথ বাক্য পাঠ করা হয়। এরপর আলোচনা সভায় বক্তারা যুব সমাজকে জাতির চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে আত্মনির্ভরতা, দক্ষতা বৃদ্ধি ও নৈতিকতা চর্চার গুরুত্বের ওপর জোর দেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন তাঁর বক্তব্যে বলেন,"যুব সমাজই জাতির ভবিষ্যৎ। সঠিক দিকনির্দেশনা, নৈতিক মূল্যবোধ এবং পরিশ্রমের মাধ্যমে তারা দেশকে এগিয়ে নিতে পারে। আজকের যুবকরা আগামী দিনের নেতৃত্ব দেবে। এজন্য তাদের মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সবধরনের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে। সরকার যুব উন্নয়নের জন্য নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে, যার মধ্যে রয়েছে যুব ঋণ, কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এই সুযোগগুলো কাজে লাগিয়ে নিজের ও দেশের ভবিষ্যৎ গড়ে তোলা যুবকদের দায়িত্ব।
বিশেষ অতিথি পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন বলেন,"একজন সচেতন ও আইন মেনে চলা যুবক সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আইনশৃঙ্খলা রক্ষায় যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অপরাধ, মাদক ও কিশোর অপরাধ দমনে যুবকদের সচেতনতা এবং সহযোগিতা অপরিহার্য। আপনারা যদি নিজের চারপাশে ঘটে যাওয়া অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হন, তাহলে সমাজ অনেকাংশে অপরাধমুক্ত হবে। আমরা চাই, আপনারা সঠিক পথে এগিয়ে গিয়ে নিজের পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করুন।"
পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এমএ বাশার তাঁর বক্তব্যে বলেন,"যুবরা সমাজের শক্তি ও সম্ভাবনাই দেশের অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ। মাদক, বেকারত্ব ও নেতিবাচক প্রভাব থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গণমাধ্যম যুব উন্নয়নের বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে সবসময় ভূমিকা রাখবে। তরুণরা যদি সততা, পরিশ্রম ও দায়িত্ববোধকে জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে, তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।"
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন। সরকারের যুব উন্নয়ন কর্মসূচির নানা দিক তুলে ধরে তিনি বলেন, "যুব সমাজের দক্ষতা বৃদ্ধির জন্য উপজেলা যুব উন্নয়ন কার্যালয় নিয়মিত প্রশিক্ষণ, ঋণ বিতরণ ও উদ্যোক্তা তৈরির কাজ করছে।"
এ সময় স্বপ্ন সিডি ক্লাব ও বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতির সদস্যসহ বিভিন্ন এলাকার যুবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে নির্বাচিত যুবকদের মধ্যে সনদপত্র ও যুব ঋণ বিতরণ করা হয়।
উদযাপন কার্যক্রম সারাদিন ধরে প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক পরিবেশে সম্পন্ন হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ জাগিয়ে তোলে।
পানছড়িতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভা শুরুর আগে জাতীয় যুব দিবসের শপথ বাক্য পাঠ করা হয়। এরপর আলোচনা সভায় বক্তারা যুব সমাজকে জাতির চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে আত্মনির্ভরতা, দক্ষতা বৃদ্ধি ও নৈতিকতা চর্চার গুরুত্বের ওপর জোর দেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন তাঁর বক্তব্যে বলেন,"যুব সমাজই জাতির ভবিষ্যৎ। সঠিক দিকনির্দেশনা, নৈতিক মূল্যবোধ এবং পরিশ্রমের মাধ্যমে তারা দেশকে এগিয়ে নিতে পারে। আজকের যুবকরা আগামী দিনের নেতৃত্ব দেবে। এজন্য তাদের মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সবধরনের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে। সরকার যুব উন্নয়নের জন্য নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে, যার মধ্যে রয়েছে যুব ঋণ, কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এই সুযোগগুলো কাজে লাগিয়ে নিজের ও দেশের ভবিষ্যৎ গড়ে তোলা যুবকদের দায়িত্ব।
বিশেষ অতিথি পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দিন বলেন,"একজন সচেতন ও আইন মেনে চলা যুবক সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আইনশৃঙ্খলা রক্ষায় যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অপরাধ, মাদক ও কিশোর অপরাধ দমনে যুবকদের সচেতনতা এবং সহযোগিতা অপরিহার্য। আপনারা যদি নিজের চারপাশে ঘটে যাওয়া অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হন, তাহলে সমাজ অনেকাংশে অপরাধমুক্ত হবে। আমরা চাই, আপনারা সঠিক পথে এগিয়ে গিয়ে নিজের পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করুন।"
পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এমএ বাশার তাঁর বক্তব্যে বলেন,"যুবরা সমাজের শক্তি ও সম্ভাবনাই দেশের অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ। মাদক, বেকারত্ব ও নেতিবাচক প্রভাব থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গণমাধ্যম যুব উন্নয়নের বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে সবসময় ভূমিকা রাখবে। তরুণরা যদি সততা, পরিশ্রম ও দায়িত্ববোধকে জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে, তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।"
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন। সরকারের যুব উন্নয়ন কর্মসূচির নানা দিক তুলে ধরে তিনি বলেন, "যুব সমাজের দক্ষতা বৃদ্ধির জন্য উপজেলা যুব উন্নয়ন কার্যালয় নিয়মিত প্রশিক্ষণ, ঋণ বিতরণ ও উদ্যোক্তা তৈরির কাজ করছে।"
এ সময় স্বপ্ন সিডি ক্লাব ও বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতির সদস্যসহ বিভিন্ন এলাকার যুবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে নির্বাচিত যুবকদের মধ্যে সনদপত্র ও যুব ঋণ বিতরণ করা হয়।
উদযাপন কার্যক্রম সারাদিন ধরে প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক পরিবেশে সম্পন্ন হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ জাগিয়ে তোলে।
পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে আসছে।
১০ ঘণ্টা আগেজাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিকতা উদ্বোধন করা হয়েছে ঝিনাইদহে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল ১০টায় শহরের পশ্চিমে বিটিভি সেন্টারের বিপরীতে অবস্থিতি কেন্দ্রটি উদ্বোধন করা হয়।
১০ ঘণ্টা আগেসুন্দরবনের বানিয়াশান্তায় অবস্থিত অরণ্য ছায়া রিসোর্টে অসুস্থ হয়ে পড়া এক পর্যটককে দ্রুত চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
১০ ঘণ্টা আগেকিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে চার মাস ১৮ দিন পর এবার রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।
১১ ঘণ্টা আগেপার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে আসছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিকতা উদ্বোধন করা হয়েছে ঝিনাইদহে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল ১০টায় শহরের পশ্চিমে বিটিভি সেন্টারের বিপরীতে অবস্থিতি কেন্দ্রটি উদ্বোধন করা হয়।
সুন্দরবনের বানিয়াশান্তায় অবস্থিত অরণ্য ছায়া রিসোর্টে অসুস্থ হয়ে পড়া এক পর্যটককে দ্রুত চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে চার মাস ১৮ দিন পর এবার রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।