নিজ ঘরেই যুবদল নেতার অর্ধগলিত লাশ, এলাকাজুড়ে চাঞ্চল্য

প্রতিনিধি
নাটোর
Thumbnail image

নাটোরের বড়াইগ্রামে নিজ ঘর থেকে আয়নাল হোসেন (৪৫) নামের এক যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে, যা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আয়নাল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। স্থানীয়ভাবে জানা গেছে, তিনি মাঝগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং বর্তমানে ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল অলিম জানান, আয়নাল দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করতেন। তার দুই সন্তান রয়েছে, তারা মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকে। সর্বশেষ বুধবার সন্ধ্যায় তাকে জীবিত দেখা গেছে।

শনিবার সকালে প্রতিবেশীরা তার বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে এগিয়ে যান। তারা গিয়ে দেখেন, বাড়ির ফটক ও ঘরের দরজা-জানালা খোলা এবং ঘরের মেঝেতে আয়নালের অর্ধগলিত মরদেহ পড়ে আছে। এরপরই তারা পুলিশে খবর দেন।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, "লাশটি পচে গন্ধ বের হচ্ছিল, দরজা খোলা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে।"

এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, "মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সোমবার (২১ জুলাই) প্রশিক্ষণের শেষ ধাপে ‘সলো ফ্লাইট’ পরিচালনার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয় তার যুদ্ধবিমান। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে

৩৬ মিনিট আগে

আইএসপিআর দুপুর ১২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তালিকায় ২৭ জন নিহতের কথা বলা হয়, যাদের মধ্যে ২৩ জন শিশু। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বেড়ে ৩২-এ পৌঁছায়

১ ঘণ্টা আগে

সিভিল এভিয়েশনের নিয়ম অনুযায়ী সামরিক ও বেসামরিক বিমান একসঙ্গে একটি রানওয়ে ব্যবহার করতে পারে না। কিন্তু আমাদের দেশে জায়গা ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বাধ্য হয়ে একই জায়গা থেকে উড্ডয়ন করতে হয়

১ ঘণ্টা আগে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান ট্রাজিডির ঘটনায় ২০ শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করা সাহসী ও মানবিক শিক্ষিকা মাহরিন চৌধুরীকে শায়িত করা হলো বাবা-মায়ের কবরের পাশে।

১৫ ঘণ্টা আগে