অনলাইন ডেস্ক
সাভারে জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলার অভিযোগে পুলিশ কৃষক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়ন এবং মানিকগঞ্জের পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা জেলার সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা গ্রামের বাসিন্দা মো. বিল্লাল হোসেন (৩৫), যিনি কৃষক লীগের বিরুলিয়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাভার উপজেলা শাখার সহ-সভাপতি রকিব আহমেদ রকি (২৮)। সোমবার (২১ এপ্রিল) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তথ্য অনুযায়ী, কৃষক লীগ নেতা বিল্লাল হোসেনের বিরুদ্ধে ছাত্র-জনতাকে হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের ক্যাডার বাহিনীর সদস্য ছিলেন এবং স্থানীয় এলাকায় জমি দখল, হুমকি প্রদান ও নানা সুবিধা নেওয়ার অভিযোগে অভিযুক্ত।
অন্যদিকে, গ্রেপ্তার রকিব আহমেদ রকি, যিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাভার উপজেলা শাখার সহ-সভাপতি, সরাসরি ছাত্র-জনতার ওপর হামলা চালানোর মামলায় অভিযুক্ত। তার বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রি, কিশোর গ্যাং পরিচালনা এবং নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। রকি আওয়ামী লীগ সরকারের সময়ও একাধিক অপকর্মের কারণে গ্রেপ্তার হন এবং তার বিরুদ্ধে হত্যা মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সাভারের আলোচিত রোহান হত্যা মামলায়ও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানিয়েছেন, পৃথক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সাভারে জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলার অভিযোগে পুলিশ কৃষক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়ন এবং মানিকগঞ্জের পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকা জেলার সাভার থানার বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা গ্রামের বাসিন্দা মো. বিল্লাল হোসেন (৩৫), যিনি কৃষক লীগের বিরুলিয়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাভার উপজেলা শাখার সহ-সভাপতি রকিব আহমেদ রকি (২৮)। সোমবার (২১ এপ্রিল) সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তথ্য অনুযায়ী, কৃষক লীগ নেতা বিল্লাল হোসেনের বিরুদ্ধে ছাত্র-জনতাকে হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের ক্যাডার বাহিনীর সদস্য ছিলেন এবং স্থানীয় এলাকায় জমি দখল, হুমকি প্রদান ও নানা সুবিধা নেওয়ার অভিযোগে অভিযুক্ত।
অন্যদিকে, গ্রেপ্তার রকিব আহমেদ রকি, যিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাভার উপজেলা শাখার সহ-সভাপতি, সরাসরি ছাত্র-জনতার ওপর হামলা চালানোর মামলায় অভিযুক্ত। তার বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রি, কিশোর গ্যাং পরিচালনা এবং নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। রকি আওয়ামী লীগ সরকারের সময়ও একাধিক অপকর্মের কারণে গ্রেপ্তার হন এবং তার বিরুদ্ধে হত্যা মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সাভারের আলোচিত রোহান হত্যা মামলায়ও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানিয়েছেন, পৃথক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সম্ভাবনাময় সমুদ্রবন্দর মোংলার চেহারা পাল্টে যাচ্ছে দ্রুতগতিতে। দেশের দ্বিতীয় প্রধান সমুদ্রবন্দর হিসেবে পরিচিত এই বন্দরকে আধুনিক বাণিজ্যিক হাবে রূপান্তরের লক্ষ্যে বিশাল অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে চীন। পরিকল্পনা বাস্তবায়িত হলে মোংলা হবে দেশের প্রথম সম্পূর্ণ অটোমেটেড সম
১৭ মিনিট আগেসাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বাজার এলাকায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে অন্তত পাঁচজন সেনাসদস্য আহত হয়েছেন।
২৬ মিনিট আগেঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩৫ মিনিট আগেসুন্দরবনের ১০ কিলোমিটার মধ্যে নতুন কোনও শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করবে পরিবেশ মন্ত্রণালয়।
৪০ মিনিট আগেদক্ষিণ-পশ্চিমাঞ্চলের সম্ভাবনাময় সমুদ্রবন্দর মোংলার চেহারা পাল্টে যাচ্ছে দ্রুতগতিতে। দেশের দ্বিতীয় প্রধান সমুদ্রবন্দর হিসেবে পরিচিত এই বন্দরকে আধুনিক বাণিজ্যিক হাবে রূপান্তরের লক্ষ্যে বিশাল অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে চীন। পরিকল্পনা বাস্তবায়িত হলে মোংলা হবে দেশের প্রথম সম্পূর্ণ অটোমেটেড সম
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বাজার এলাকায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে অন্তত পাঁচজন সেনাসদস্য আহত হয়েছেন।
ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সুন্দরবনের ১০ কিলোমিটার মধ্যে নতুন কোনও শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করবে পরিবেশ মন্ত্রণালয়।