ফেনীতে ধর্ষকের বিচার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

প্রতিনিধি
ফেনী
Thumbnail image
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিক্ষোভ মিছিল। ছবি : নিখাদ খবর

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার শাখা সভাপতি আলী আহমদ ফোরকানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেনের সঞ্চালনায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ধর্ষণের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে আলী আহমদ ফোরকান বলেন, ‘দেশব্যাপী ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জাতি আজ ক্ষুব্ধ। বাংলাদেশে ধর্ষণ মহামারি রূপ নিয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও আমাদের মা-বোনেরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এসব অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।’

তিনি আরও বলেন, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৩৯ জন। এর মধ্যে ২১টি ঘটনা একক ধর্ষণ এবং ১৮টি সংঘবদ্ধ। এমতাবস্থায় ধর্ষণসহ সব অপরাধ প্রবণতা কমিয়ে আনতে হলে দ্রুততম সময়ে দৃশ্যমান বিচার করতে হবে।

তিনি মাগুরার শিশু আছিয়ার বিভীষিকাময় ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, ‘আছিয়া মিডিয়ায় শিরোনাম হলেও এমন হাজারো আছিয়া শিরোনামে আসে না এবং অপরাধীরা শাস্তি পায় না। তাই দ্রুততম সময়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।’

এ সময় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদ, সদস্য মোজাম্মেল হক ফারুক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা জাহিদ হাসান চৌধুরী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফেনী জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ নাদের চৌধুরী।

মিছিলটি শহরের ফেনী জহিরিয়া মসজিদ থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। এতে ফেনী জেলা, উপজেলা ও ক্যাম্পাস শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে খাগড়াছড়িতে ছাত্র-জনতার হামলার সংবাদ সংগ্রহের সময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলায় চালায়। বাংলাভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্লসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়

২০ মিনিট আগে

ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আট সেনা সদস্য আহত হন

২ ঘণ্টা আগে

ডাকাত দলের সদস্যরা দুটি শিশুর গলায় ছুরি ধরে বাড়িতে থাকা স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা লুটপাট করেছেন বলে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে

৪ ঘণ্টা আগে

ফরিদপুর সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফ দিয়া লায়েক মাতুব্বরের মেয়ে তাছলিমা বেগমের বিরুদ্ধে নকল ও জাল সার্টিফিকেট বানিয়ে চাকরি করার অভিযোগ উঠেছে

৪ ঘণ্টা আগে