নরসিংদীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রতিনিধি
নরসিংদী
Thumbnail image
অভিযুক্ত নিরাপত্তা প্রহরী সাইফুল ইসলাম

নরসিংদীতে ছয় বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে সাইফুল ইসলাম (৫০) নামে মাদ্রাসার এক নিরাপত্তা প্রহরীকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে যৌথ বাহিনীর সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। গতকাল শনিবার রাত ৮টায় শহরতলির গাবতলী এলাকার স্থানীয় একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার ওসি এমদাদুল হক।

অভিযুক্ত নিরাপত্তা প্রহরী মো. সাইফুল ইসলাম কুমিল্র জেলার মুরাদনগর এলাকার দুলাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, মাদ্রাসাটির ছাত্রী ওই শিশুকে শনিবার সন্ধ্যায় যৌন হয়রানি করেন নিরাপত্তা প্রহরী সাইফুল ইসলাম। পরে শিশুটি এ ঘটনা মাদ্রাসার শিক্ষক সামসুল ইসলামকে জানালে স্থানীয়দের মধ্যে জানাজানি হয়। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত নিরাপত্তা প্রহরীকে ধরে গণপিটুনি শুরু করেন। খবর পেয়ে থানা পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করতে গেলেও পুলিশের ওপর চড়াও হয় জনতা। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মাদ্রাসার শিক্ষক সামসুল ইসলাম বলেন, শিশুটি আমাদের কাছে অভিযোগ করলে বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি। এরই মধ্যে স্থানীয়রা ঘটনা জেনে গিয়ে উত্তেজিত হয়ে গণপিটুনি শুরু করে ওই নিরাপত্তা প্রহরীকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানার ওসি এমদাদুল হক বলেন, অভিযুক্তকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর ধর্ষণচেষ্টার মামলা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় মধ্যরাতে আওয়ামী লীগের পক্ষে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর বাবুল মুহুরি রয়েছেন।

১ মিনিট আগে

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে তিন দিন নিখোঁজ থাকার পর আতাবর (৬৫) নামের এক নৌযান শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামসংলগ্ন নদী থেকে তার মরদেহ পাওয়া যায়।

১০ মিনিট আগে

রাজশাহীতে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় রিকশাচালক মো. মাসুম (৩০) গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানিয়েছে, মাসুম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

১৮ মিনিট আগে

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কাচারীতলা গ্রামে খেলার ছলে নলকূপে কীটনাশক ঢেলে সেই পানি পান করে অসুস্থ হয়ে পড়েছে ছয় শিশু। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। রাত ৯টার দিকে অসুস্থ শিশুদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

২৯ মিনিট আগে