মসজিদ নির্মাণে বাধা দেওয়াতে মানববন্ধন

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে মসজিদ নির্মাণে বাধা দেওয়াতে সড়কে মানববন্ধন করেছে এলাকার মুসল্লীরা। শনিবার (৩০ আগস্ট) দুপুরে বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের মোকরারি পাড়া জামে মসজিদের সামনে কামারহাট-ডাবরভাঙ্গা সড়কের উপর দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন হয়।

জানা গেছে, ইয়াসিন আলী নামের এক ব্যক্তি নিজের ছেলের প্রভাবে মসজিদের জমি দখল করে দিয়ে মসজিদ নির্মাণে বাধাঁ দেয়ার দিচ্ছেন। সেই সাথে জমি দখলে নিতে আদালতে মামলা দায়ের করে মসজিদ নির্মাণে নিষেধাজ্ঞা দিতেও সংশ্লিষ্টদের ইন্ধন দিয়েছেন বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

মানববন্ধনে মোকরারি পাড়া জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, মসজিদের সাবেক সভাপতি খামির উদ্দীন, মসজিদের দাতা সদস্য জামাল হোসেন, মুসল্লী বেলাল হোসেন, ময়দুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, মসজিদের জন্য ক্রয় করা জমি হকিকুল ও সফিকুল অন্যায়ভাবে নিজেদের বলে দাবি করে। যদিও তাদের বৈধ কোন কাগজ নাই। ভূমি অফিস থেকে মসজিদ কমিটির পক্ষে রায় দেওয়ার হলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বাবা ইয়াসিন আলী ছেলের প্রভাব খাটিয়ে হকিকুল ও সফিকুলকে আবারো জমি নিজেদের দাবি করতে সরাসরি মদদ ও ইন্ধন দেন।

তবে সব অভিযোগ অস্বীকার করে ইয়াসিন আলী বলেন, আমি কারো নাম ভাঙ্গাই না,ছেলের প্রভাব খাটানোর প্রশ্নই ওঠে না। যারা অভিযোগ করতেছে তাদের মধ্যে কয়েকজন আছে আওয়ামী লীগের দালাল। আমাদের ইউপি চেয়ারম্যানের চামচা। আমাদের বিএনপিরও একজন আছে চেয়ারম্যানের চামচা। তারা আমার নামে এসব ছড়াচ্ছে। মসজিদের নানা সমস্যার কারণে আরো তিনটি মসজিদ হইছে আশপাশে। আর জাল দলিল করে জমি রেজিস্ট্রি করেছে কয়েকজন। কাগজপত্র প্রমাণ দিবে জমি কার। আমি কাউকে জমি দখলে ইন্ধন দেই নি।

জমির মালিকানা দাবি করা সফিকুল ইসলাম সলু বলেন, আমাদের জমির কাগজপত্র জাল করে হামিদুর রহমান সহ তাদের লোকজন বিক্রি করেছে। মুলত জমির মালিক আমরা। কিন্তু আমাদের জমি না দেয়ায় কোর্টে মামলা করে দিয়েছি। মসজিদের জমি নিয়ে তো ছলচাতুরী করা যায় না। আমাদের বেধ কাগজপত্র আছে। আমাকে কেউ জমি দখল করতে পরামর্শ দেয়নি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

পার্বত্য অঞ্চলে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে আসছে।

৪ ঘণ্টা আগে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিকতা উদ্বোধন করা হয়েছে ঝিনাইদহে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল ১০টায় শহরের পশ্চিমে বিটিভি সেন্টারের বিপরীতে অবস্থিতি কেন্দ্রটি উদ্বোধন করা হয়।

৪ ঘণ্টা আগে

সুন্দরবনের বানিয়াশান্তায় অবস্থিত অরণ্য ছায়া রিসোর্টে অসুস্থ হয়ে পড়া এক পর্যটককে দ্রুত চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

৪ ঘণ্টা আগে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে চার মাস ১৮ দিন পর এবার রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।

৫ ঘণ্টা আগে