বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালীন কক্ষে বই, খাতা ও মোবাইল ফোন পাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৯ জন শিক্ষককে দুই বছরের জন্য পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৫ এপ্রিল) ইংরেজি ১ম পত্রের পরীক্ষার সময়। মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১০১, ১১০ ও ২১০ নম্বর কক্ষে টেবিলের উপর ও নিচে পরীক্ষার অনুপযুক্ত সামগ্রী- ব্যাগ, বই, খাতা ও মোবাইল ফোন- উদ্ধার করা হয়।
পরীক্ষা শেষ হওয়ার পর ওইদিন বিকেলে কেন্দ্র সচিব ও একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত আদেশে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আদেশ অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় তাদের কোনো দায়িত্ব পালন করা যাবে না।
বহিষ্কৃত শিক্ষকদের মধ্যে রয়েছেন:
* চিপা বারইখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুম বিল্লাহ ও নিমাই চন্দ্র রায়,
* জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শাহানাজ আক্তার, তাপস কুমার মজুমদার, শহিদুল ইসলাম ও সোহেলী পারভিন,
* শহিদ শেখ রাসেল মুজিব উচ্চ বিদ্যালয়ের পলি দেবনাথ ও নাসির উদ্দিন খান,
* অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের মো. শফরুল ইসলাম।
মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি এলাকায় গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা কেন্দ্র, যেখানে চলতি বছর ১১টি বিদ্যালয়ের মোট ৪৭৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এ বিষয়ে কেন্দ্র সভাপতি ও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ জানান, “পাবলিক পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। অভিযুক্ত শিক্ষকরা গুরুতর দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, তাই তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
শিক্ষা প্রশাসন মনে করছে, এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা ভবিষ্যতে অন্য শিক্ষকদের সচেতন করবে এবং পাবলিক পরীক্ষার শুদ্ধতা রক্ষায় সহায়ক হবে।
বাগেরহাটের মোরেলগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালীন কক্ষে বই, খাতা ও মোবাইল ফোন পাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৯ জন শিক্ষককে দুই বছরের জন্য পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৫ এপ্রিল) ইংরেজি ১ম পত্রের পরীক্ষার সময়। মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১০১, ১১০ ও ২১০ নম্বর কক্ষে টেবিলের উপর ও নিচে পরীক্ষার অনুপযুক্ত সামগ্রী- ব্যাগ, বই, খাতা ও মোবাইল ফোন- উদ্ধার করা হয়।
পরীক্ষা শেষ হওয়ার পর ওইদিন বিকেলে কেন্দ্র সচিব ও একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত আদেশে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আদেশ অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় তাদের কোনো দায়িত্ব পালন করা যাবে না।
বহিষ্কৃত শিক্ষকদের মধ্যে রয়েছেন:
* চিপা বারইখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুম বিল্লাহ ও নিমাই চন্দ্র রায়,
* জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শাহানাজ আক্তার, তাপস কুমার মজুমদার, শহিদুল ইসলাম ও সোহেলী পারভিন,
* শহিদ শেখ রাসেল মুজিব উচ্চ বিদ্যালয়ের পলি দেবনাথ ও নাসির উদ্দিন খান,
* অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের মো. শফরুল ইসলাম।
মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি এলাকায় গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা কেন্দ্র, যেখানে চলতি বছর ১১টি বিদ্যালয়ের মোট ৪৭৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এ বিষয়ে কেন্দ্র সভাপতি ও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ জানান, “পাবলিক পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। অভিযুক্ত শিক্ষকরা গুরুতর দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, তাই তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
শিক্ষা প্রশাসন মনে করছে, এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা ভবিষ্যতে অন্য শিক্ষকদের সচেতন করবে এবং পাবলিক পরীক্ষার শুদ্ধতা রক্ষায় সহায়ক হবে।
গত দুইদিনের টানা বৃষ্টিতে বাগেরহাটের বিভিন্ন উপজেলার নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জলাবদ্ধতা দেখা দিয়েছে শহর ও গ্রামাঞ্চলের অনেক এলাকায়। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সুন্দরবনে
৫ ঘণ্টা আগেগত ২৪ ঘণ্টায় আরও দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বর্তমানে চার জন আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে এবং ৯ জন রোগীর অবস্থা গুরুতর
৬ ঘণ্টা আগেচলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৭৩ জন, যাদের মধ্যে ৪০ জন পুরুষ ও ৩৩ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৯ হাজার ১২০ জন, যার মধ্যে ১১ হাজার ২০৫ জন পুরুষ ও সাত হাজার ৯১৫ জন নারী
৬ ঘণ্টা আগেএ পর্যন্ত চারটি বসতঘর ও গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে ওইসব পরিবারগুলো মাথাগোজার শেষ আশ্রয়টুকু হারিয়ে দিশেহারা হয়ে পরেছেন
৬ ঘণ্টা আগেগত দুইদিনের টানা বৃষ্টিতে বাগেরহাটের বিভিন্ন উপজেলার নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জলাবদ্ধতা দেখা দিয়েছে শহর ও গ্রামাঞ্চলের অনেক এলাকায়। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সুন্দরবনে
গত ২৪ ঘণ্টায় আরও দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বর্তমানে চার জন আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে এবং ৯ জন রোগীর অবস্থা গুরুতর
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৭৩ জন, যাদের মধ্যে ৪০ জন পুরুষ ও ৩৩ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৯ হাজার ১২০ জন, যার মধ্যে ১১ হাজার ২০৫ জন পুরুষ ও সাত হাজার ৯১৫ জন নারী
এ পর্যন্ত চারটি বসতঘর ও গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ফলে ওইসব পরিবারগুলো মাথাগোজার শেষ আশ্রয়টুকু হারিয়ে দিশেহারা হয়ে পরেছেন