ভোলার গ্যাস ভোলায় চাই:

ইন্ট্রাকোর গ্যাসবাহী কাভার্ড ভ্যান আটকে ছাত্র-জনতার বিক্ষোভ

প্রতিনিধি
ভোলা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

‘ভোলার গ্যাস ভোলায় চাই, ঘরে ঘরে গ্যাস চাই’- এই দাবিকে সামনে রেখে ভোলায় নতুন করে বিক্ষোভে ফুসে উঠেছে ছাত্র ও স্থানীয় জনতা। রাজধানীমুখী ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাসবাহী একটি কাভার্ড ভ্যান আটকে দিয়ে তারা বিক্ষোভ জানায়।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ভোলার বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনে কাভার্ড ভ্যানটি আটকান বিক্ষোভকারীরা। পরে গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়া হয় টার্মিনাল সংলগ্ন হেলিপ্যাড রোডে।

বিক্ষোভকারীরা জানান, ভোলার মাটির গ্যাস বহুদিন ধরে বোতলজাত করে ইন্ট্রাকো কোম্পানির মাধ্যমে ঢাকায় পাঠানো হচ্ছে, অথচ ভোলার মানুষ নিজের ঘরে সেই গ্যাস পাচ্ছে না। বহুদিন ধরে ব-দ্বীপ ফোরামসহ বিভিন্ন সংগঠন এ নিয়ে আন্দোলন করে আসলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

এই দীর্ঘ অবহেলার প্রতিবাদেই আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র ও স্থানীয় মানুষ একত্র হয়ে এদিন রাস্তায় নামে এবং স্পষ্ট বার্তা দেয়- ভোলার গ্যাস ভোলার মানুষের প্রাপ্য।

এর আগে শুক্রবার সকাল ১১টায় ভোলার কে. জাহান মার্কেটের সামনে ব-দ্বীপ ফোরামের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিল- ভোলার প্রতিটি ঘরে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, গ্যাস ভিত্তিক শিল্প-কারখানা ও মেডিকেল কলেজ স্থাপন, ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে করা গ্যাস সরবরাহ চুক্তি বাতিল, এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব যৌক্তিক দাবির বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলন আরও বিস্তৃত ও কঠোর হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নরসিংদীতে স্ত্রীকে হত্যা করে নিজে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে রাজু মিয়া নামের এক ব্যক্তি। রাজু মিয়া নরসিংদী সদর উপজেলার বালুসাই গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আলী মোহাম্মদ।

২ মিনিট আগে

শুক্রবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের মা আলেয়া বেগম (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পাশবিক ও মর্মান্তিক হত্যাকাণ্ডের পর শনিবার (১৯ এপ্রিল) টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার নম্বর–৩৪।

৪ ঘণ্টা আগে

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থী কন্যাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তার বাবা আকরাম হোসেনকে। এই নৃশংস ঘটনার মূল অভিযুক্ত নান্টু ও তার সহযোগী খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

৭ ঘণ্টা আগে

জয়পুরহাট শহর ও আশপাশের হাটবাজারে হঠাৎ করেই বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সবচেয়ে বেশি চোখে পড়ছে পেঁয়াজের দাম- যেখানে মাত্র ১০ দিন আগেও কেজি প্রতি বিক্রি হয়েছিল ৩০ থেকে ৩৫ টাকায়, এখন সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা দরে। শুধু পেঁয়াজই নয়, চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। এতে বিপ

৭ ঘণ্টা আগে