অনলাইন ডেস্ক
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে ৩১ কেজি হরিণের মাংস। বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫) বিকেল ৫টার দিকে মোংলার জয়মনিরঘোল এলাকার সাইলো জেটির কাছে এই অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরিত্যক্ত সেই বস্তা থেকে উদ্ধার করা হয় ৩১ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং চারটি পা। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বন বিভাগের চাঁদপাই রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা ও জীববৈচিত্র্য সংরক্ষণে সদা তৎপর। ২৪ ঘণ্টার টহল কার্যক্রমের ফলে এসব এলাকায় অপরাধ প্রবণতা অনেকটাই কমে এসেছে।”
তিনি আরও জানান, “বন্যপ্রাণী শিকার ও পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে ৩১ কেজি হরিণের মাংস। বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫) বিকেল ৫টার দিকে মোংলার জয়মনিরঘোল এলাকার সাইলো জেটির কাছে এই অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরিত্যক্ত সেই বস্তা থেকে উদ্ধার করা হয় ৩১ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং চারটি পা। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বন বিভাগের চাঁদপাই রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা ও জীববৈচিত্র্য সংরক্ষণে সদা তৎপর। ২৪ ঘণ্টার টহল কার্যক্রমের ফলে এসব এলাকায় অপরাধ প্রবণতা অনেকটাই কমে এসেছে।”
তিনি আরও জানান, “বন্যপ্রাণী শিকার ও পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
আয়োজকদের একটি প্রতিনিধি দল ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে বাঁধ সংরক্ষণ, মেরামত ও জলাবদ্ধতা নিরসনের বিষয়ে অবহিতকরণ সভায় অংশ নেন
১৩ মিনিট আগেএই দুর্ঘটনা আমাদের শিখিয়েছে জীবন কতটা অনিশ্চিত। তাই এখন থেকে আমাদের আরও মানবিক হতে হবে, সহানুভূতিশীল হতে হবে এবং প্রত্যেক শিক্ষার্থীকে তার স্বপ্নপূরণে এগিয়ে নিতে হবো
২২ মিনিট আগেগত ৩০ জুন উক্ত কমিটির সাধারণ সভায় অংশগ্রহণের জন্য সদস্যরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে যেতে চাইলে দখলদার কমিটির নেতা আবু সাঈদ ও আব্দুল বারী অস্ত্রশস্ত্রে সজ্জিত বহিরাগত ও ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে হামলা চালায়। এতে কমপক্ষে ৩ জন গুরুতরসহ ১৫ জন সাংবাদিক আহত হন।
৩০ মিনিট আগে২০২২-২০২৩ সালের উপজেলার এসএসসি পাস ১৯ জন ও এইচএসসি পাস ১৯ জন মোট ৩৮ জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা উপবৃত্তি, ক্রেস ও সনদ প্রদান করা হয়। এসএসসি পাস প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে এককালীন ১০ হাজার টাকা ও এইচএসসি পাস প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে এককালীন ২৫ হাজার টাকা করে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়
১ ঘণ্টা আগেআয়োজকদের একটি প্রতিনিধি দল ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে বাঁধ সংরক্ষণ, মেরামত ও জলাবদ্ধতা নিরসনের বিষয়ে অবহিতকরণ সভায় অংশ নেন
এই দুর্ঘটনা আমাদের শিখিয়েছে জীবন কতটা অনিশ্চিত। তাই এখন থেকে আমাদের আরও মানবিক হতে হবে, সহানুভূতিশীল হতে হবে এবং প্রত্যেক শিক্ষার্থীকে তার স্বপ্নপূরণে এগিয়ে নিতে হবো
গত ৩০ জুন উক্ত কমিটির সাধারণ সভায় অংশগ্রহণের জন্য সদস্যরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে যেতে চাইলে দখলদার কমিটির নেতা আবু সাঈদ ও আব্দুল বারী অস্ত্রশস্ত্রে সজ্জিত বহিরাগত ও ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে হামলা চালায়। এতে কমপক্ষে ৩ জন গুরুতরসহ ১৫ জন সাংবাদিক আহত হন।
২০২২-২০২৩ সালের উপজেলার এসএসসি পাস ১৯ জন ও এইচএসসি পাস ১৯ জন মোট ৩৮ জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা উপবৃত্তি, ক্রেস ও সনদ প্রদান করা হয়। এসএসসি পাস প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে এককালীন ১০ হাজার টাকা ও এইচএসসি পাস প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে এককালীন ২৫ হাজার টাকা করে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়