টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযানে সাবেক এমপির বাড়ি দখলমুক্ত

প্রতিনিধি
টাঙ্গাইল
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৯: ৫৭
Thumbnail image
যৌথ বাহিনীর অভিযানে সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের বাড়ি দখলমুক্ত করা হয়

টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের বাড়ি দখলমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ছোট কালিবাড়ীর সাবেক এমপির বাসা থেকে মানসিক ভারসাম্যহীনদের বের করে সন্তোষ বরইতলায় আগের বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

রাত সাড় ৯টা থেকে সদর উপজলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এর আগে শনিবার সকালে ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিষ্টি জোয়াহেরুল ইসলামের বাসার তালা ভেঙে ১৭ জন মানসিক ভারসাম্যহীন নিয়ে ভবনে প্রবেশ করেন। এতে জেলাজুড় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান জানান,তাদের কাছে মিষ্টি নামের এক মেয়ে ১০ কোটি টাকা চাঁদা চেয়েছিল। সেই টাকা না দেওয়ায় তারা বাড়ি জবরদখল করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। বাড়িটি তার নামে, তার স্বামীর নামে নয়। তিনি এ ঘটনার সঠিক বিচার দাবি করেছেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ জানান, ১৭ জন মানসিক ভারসাম্যহীনকে উদ্ধার করা হয়েছে। সমাজসেবাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাদের পুনর্বাসন করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

জামালপুরের ইসলামপুরে ড্রেনে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌর শহরের হাসপাতাল রোডে সাবরেজিস্ট্রার কার্যালয়ের পাশের একটি কালভার্টের নিচে ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

৮ মিনিট আগে

যমুনা নদীতে শখ করে জাল ফেলেছিলেন মানিকগঞ্জের ঝালমুড়ি বিক্রেতা ইব্রাহিম মোল্লা (৩২)। আর তাতেই ধরা পড়ে বিশাল এক বাগাড় মাছ! ওজন প্রায় ৩০ কেজি। পরে মাছটি ৩২ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

২৩ মিনিট আগে

সাতক্ষীরার নীলডুমুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী ও শিশুসহ ১২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইদিনে চালানো দুটি পৃথক অভিযান একত্রে পরিচালনা করে এসব ব্যক্তিকে আটক করা হয়।

৩৭ মিনিট আগে

কক্সবাজার টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় স্থানীয় জিয়াবুল ও আব্দুল আমিন সহ আরও কয়েকজন পুলিশের ওপর হামলা করেন। জানা যায়, তর্কাতর্কির এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশ কর্মকর্তাসহ ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

২ ঘণ্টা আগে