খুলনার ২২টি রাস্তার মোড় উন্নয়ন কাজে গতি আনতে কেসিসির নির্দেশনা

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকায় চলমান ও বন্ধ হয়ে থাকা ২২টি গুরুত্বপূর্ণ মোড়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের কাজে গতি আনতে করণীয় ঠিক করতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৬ এপ্রিল) বিকেলে কেসিসির শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কেসিসির প্রশাসক মোঃ ফিরোজ সরকার।

সভায় প্রশাসক বলেন, “শহরের উন্নয়নকাজ শুধু সম্পন্ন করলেই হবে না, সেটি যেন জনদুর্ভোগ সৃষ্টি না করে, সেটিও নিশ্চিত করতে হবে। সড়ক প্রশস্ততা যাতে সংকুচিত না হয়, সেই দিকেও দৃষ্টি দিতে হবে।” তিনি জানান, নাগরিকদের মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা প্রকল্প এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে যেসব নকশাগত ত্রুটি রয়েছে, তা চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা নেবেন।

সভায় আরও বলা হয়, যেসব মোড়ে চলমান উন্নয়নকাজের কারণে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, সেসব জায়গা দ্রুত অপসারণ করে চলাচল উপযোগী রাখতে হবে। “শহরের ২২টি মোড়ের কাজ দ্রুত শেষ করতে হলে সবাইকে একযোগে, আন্তরিকভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে, এই শহর আমাদের সবার,”-জোর দিয়ে বলেন কেসিসি প্রশাসক।

সভায় মোড়গুলোর আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজের নকশা, বাস্তবায়নের ধারা এবং নাগরিকদের উদ্বেগ নিয়ে আলোচনা হয়। উপস্থিত বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও নাগরিক প্রতিনিধিরা বলেন, অনেক ক্ষেত্রে নকশাগত ত্রুটির কারণে জনদুর্ভোগ বেড়েছে। সেই সমস্যাগুলোর সমাধান না করলে উন্নয়ন ব্যয় সঠিকভাবে কাজে লাগবে না বরং নাগরিক ভোগান্তি আরও বাড়বে।

সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশিউজ্জামান খান, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মোঃ সাবিরুল আলম উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নাগরিক সংগঠনের প্রতিনিধি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় অংশ নেন এবং শহরের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে নিজেদের বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ প্রদান করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নরসিংদীতে স্ত্রীকে হত্যা করে নিজে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে রাজু মিয়া নামের এক ব্যক্তি। রাজু মিয়া নরসিংদী সদর উপজেলার বালুসাই গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আলী মোহাম্মদ।

৪ মিনিট আগে

শুক্রবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের মা আলেয়া বেগম (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পাশবিক ও মর্মান্তিক হত্যাকাণ্ডের পর শনিবার (১৯ এপ্রিল) টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার নম্বর–৩৪।

৪ ঘণ্টা আগে

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থী কন্যাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তার বাবা আকরাম হোসেনকে। এই নৃশংস ঘটনার মূল অভিযুক্ত নান্টু ও তার সহযোগী খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

৭ ঘণ্টা আগে

জয়পুরহাট শহর ও আশপাশের হাটবাজারে হঠাৎ করেই বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সবচেয়ে বেশি চোখে পড়ছে পেঁয়াজের দাম- যেখানে মাত্র ১০ দিন আগেও কেজি প্রতি বিক্রি হয়েছিল ৩০ থেকে ৩৫ টাকায়, এখন সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা দরে। শুধু পেঁয়াজই নয়, চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। এতে বিপ

৭ ঘণ্টা আগে