ঝিনাইদহে জেলায় প্রথম ‘দুহিতা’ মাতৃদুগ্ধ কর্নার ও শিশু কানন উদ্বোধন

প্রতিনিধি
ঝিনাইদহ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়ন পরিষদে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উদ্বোধন করা হয়েছে জেলায় প্রথম ‘দুহিতা’ মাতৃদুগ্ধ কর্নার ও শিশু কানন। শিশুর স্বাস্থ্য, মানসিক বিকাশ এবং মাতৃদুগ্ধ গ্রহণ নিশ্চিত করতে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও সাগান্না ইউনিয়ন পরিষদের প্রশাসক মীর রাকিবুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সচিব জাকির হোসেন এবং ইউপি সদস্যবৃন্দ।

মীর রাকিবুল ইসলাম বলেন, মাতৃদুগ্ধ শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘দুহিতা’ কেন্দ্র শিশুদের নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। আমাদের আশা, এটি ইউনিয়নের সকল মা ও শিশুর জন্য দিকনির্দেশক উদাহরণ হয়ে উঠবে।

‘দুহিতা’ রুমটি বিশেষভাবে সাজানো হয়েছে যাতে শিশুরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে দুধ খেতে পারে। সেখানে রয়েছে খেলনা এবং খেলার উপকরণ, যা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করবে। এছাড়া, কেন্দ্রটিতে রয়েছে আলাদা জায়নামাজ, যেখানে নারীরা নামাজ আদায় করতে পারবেন। অসুস্থ মা ও শিশুদের বিশ্রামের জন্য একটি শান্ত ও মনোরম পরিবেশও নিশ্চিত করা হয়েছে, যেখানে শিশুরা নিরাপদে ঘুমাতে পারবে।

সাগান্না ইউনিয়নই জেলার মধ্যে প্রথম, যেখানে এই ধরনের মাতৃদুগ্ধ কর্নার ও শিশু কানন চালু করা হলো। আশা করা হচ্ছে, ভবিষ্যতে অন্যান্য ইউনিয়নও এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে এবং শিশু ও মাতাদের সুস্থ বিকাশে সহায়তা করবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

বস্তি এলাকায় মাদকের ভয়াবহ ছোবল, মাদক বিক্রয় ও সেবনকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে চাঁন্দলাই জোড়বাগান এলাকার যুবসমাজ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়

২ দিন আগে

অভিযান চলাকালে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ২টি ইটভাটার মালিক সাধন পাল ও সঞ্জয় পালকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ধারা মোতাবেক ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়

২ দিন আগে

উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট ইনচার্জবৃন্দকে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন

২ দিন আগে

এসময় ই—ট্র্যাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে মামলার চালক বা গাড়ি মালিকের মোবাইলে বার্তা পৌঁছে যাবে। বিকাশ বা পস মেশিনের মাধ্যমে জরিমানা পরিশোধ সম্পর্কে ধারনা দেওয়া হয়

২ দিন আগে