পেঁয়াজের ঝাঁজে জয়পুরহাটে নিম্নআয়ের মানুষের নাভিশ্বাস

প্রতিনিধি
জয়পুরহাট
Thumbnail image
ছবি: প্রতিনিধি

জয়পুরহাট শহর ও আশপাশের হাটবাজারে হঠাৎ করেই বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সবচেয়ে বেশি চোখে পড়ছে পেঁয়াজের দাম- যেখানে মাত্র ১০ দিন আগেও কেজি প্রতি বিক্রি হয়েছিল ৩০ থেকে ৩৫ টাকায়, এখন সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা দরে। শুধু পেঁয়াজই নয়, চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ।

শনিবার (১৯ এপ্রিল) সরেজমিনে জয়পুরহাট শহরের নতুনহাট ঘুরে দেখা যায়, করলা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি, বেগুন ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, চালকুমড়া আকারভেদে ৫০-৬০ টাকা, তরকারি কলা প্রতি হালি ৩০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা এবং মিষ্টি লাউ ২০ টাকা কেজি দরে।

পেঁয়াজের পাশাপাশি রসুনের দামও চড়া- প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। ব্যবসায়ীদের দাবি, কোরবানি ঈদ সামনে রেখে পেঁয়াজের চাহিদা বাড়ায় অনেকেই মজুত করতে শুরু করেছেন। এর ফলে বাজারে চাপ তৈরি হয়েছে।

পাইকারি পেঁয়াজ বিক্রেতা শাহেদ আলী বলেন, “পাবনা ও ফরিদপুর এলাকার মোকামগুলোতে গত এক সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে। আমরা কৃষকের কাছ থেকে বেশি দামে কিনে এনে খুব অল্প লাভে বিক্রি করছি।”

তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে অনেকেই আশঙ্কা করছেন দাম আরও বাড়বে, তাই এখনই বেশি করে পেঁয়াজ কিনছেন। তবে তিনি মনে করেন, এ দাম দীর্ঘস্থায়ী হবে না।

পাশাপাশি আলুর বাজারেও আছে অস্থিরতা। সদর উপজেলার পাইকরতলী গ্রামের কৃষক আয়েন উদ্দীন জানান, প্রকারভেদে প্রতি মণ আলু ৩০০-৪০০ টাকায় বিক্রি হয়েছে।

অন্যদিকে জয়পুরহাটের কৃষকরা গুটি পেঁয়াজ চাষ করে লোকসানে পড়েছেন। কৃষক আফজাল হোসেন বলেন, “১৪-১৬ হাজার টাকা মণ দরে বীজ কিনে পেঁয়াজ চাষ করলেও তিন দিন আগে মাত্র ৬০০-৭০০ টাকায় বিক্রি করতে হয়েছে। এটা চরম হতাশার।”

নতুনহাটের খুচরা বিক্রেতা আনোয়ার হোসেন ও বাবু মিয়া জানান, গত এক সপ্তাহে সবজির দাম কেজিপ্রতি ১০-১৫ টাকা বেড়েছে। হঠাৎ বাজার চড়া হওয়ায় ক্রেতারা অস্বস্তিতে পড়েছেন।

রিকশাচালক সিদ্দিক হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাজার করতে গেলে এখন হিমশিম খেতে হয়। একেক দিন একেক জিনিসের দাম বাড়ে, আমরা কিভাবে চলবো?”

জেলা মার্কেটিং কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “কৃষক পর্যায়ে দাম কিছুটা বাড়লেও কেউ যেন মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে জন্য বাজার নিয়মিত মনিটরিং করা হচ্ছে।”

জয়পুরহাটের নতুনহাটে পেঁয়াজের স্তুপ দেখে সহজেই বোঝা যায়- পণ্যের সংকট নয়, বরং বাজারে আচমকা বাড়তি চাহিদা এবং দামের উর্ধ্বগতি সাধারণ মানুষের নিত্যদিনের লড়াইকে আরও কঠিন করে তুলেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সোমবার (২১ জুলাই) প্রশিক্ষণের শেষ ধাপে ‘সলো ফ্লাইট’ পরিচালনার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয় তার যুদ্ধবিমান। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে

৩৮ মিনিট আগে

আইএসপিআর দুপুর ১২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তালিকায় ২৭ জন নিহতের কথা বলা হয়, যাদের মধ্যে ২৩ জন শিশু। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বেড়ে ৩২-এ পৌঁছায়

১ ঘণ্টা আগে

সিভিল এভিয়েশনের নিয়ম অনুযায়ী সামরিক ও বেসামরিক বিমান একসঙ্গে একটি রানওয়ে ব্যবহার করতে পারে না। কিন্তু আমাদের দেশে জায়গা ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বাধ্য হয়ে একই জায়গা থেকে উড্ডয়ন করতে হয়

১ ঘণ্টা আগে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান ট্রাজিডির ঘটনায় ২০ শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করা সাহসী ও মানবিক শিক্ষিকা মাহরিন চৌধুরীকে শায়িত করা হলো বাবা-মায়ের কবরের পাশে।

১৫ ঘণ্টা আগে