খুলনায় নদী থেকে ১১ দিনে ৩ লাশ উদ্ধার, পরিচয় মেলেনি কারও

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
ছবিঃফাইল

গত কয়েকদিন ধরে খুলনার নদ-নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার ঘটনায় আতঙ্ক বাড়ছে। গত ১১ দিনের ব্যবধানে খুলনার দু’টি নদী এবং একটি খাল হতে অজ্ঞাতনামা তিনজনের মরদেহ পাওয়া গেছে। এদের মধ্যে দু’জন পুরুষ এবং একজন নারী।

মরদেহগুলোর শরীর এবং হাতের আঙ্গুলের টিস্যু পচে যাওয়ায় প্রযুক্তি ব্যবহার করে পরিচয় শনাক্ত করতে পারছে না পুলিশ। পরিচয় না থাকায় অধিকাংশ মরদেহগুলো বেওয়ারিস হিসেবে দাফন করা হচ্ছে।

পুলিশ জানায়, গত ২৯ মে খুলনার ৬ নং মাছ ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ। তার শরীরে নীল রঙের গেঞ্জি এবং কালো রঙের প্যান্ট ছিল। ওই ব্যক্তির মুখ এবং হাতের আঙ্গুলের টিস্যু পচে যাওয়ার কারণে সিআইডি এবং পিবিআইয়ের বিশেষজ্ঞ টিম তার পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে তার শরীর থেকে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়। পরদিন সুরতহাল রিপোর্ট এবং ময়নাতদন্ত শেষে মরদেহ আঞ্জুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হয়।

গত ৪ জুন খুলনা সদর থানার মতিয়াখালী খালে একটি ডালে বেধে ছিল এক নারীর মরদেহ। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওই নারীর পরিচয় না পেয়ে প্রশাসনের পক্ষ থেকে বেওয়ারিস হিসেবে আঞ্জুমান মফিদুলে দাফন করা হয়।

সর্বশেষ ৯ জুন বিকেল সাড়ে ৫ টার দিকে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন সংলগ্ন আঠারোবেকী নদীতে পাওয়া যায় অজ্ঞাত যুবকের মরদেহ। মরদেহের শ্বাস নালীতে গভীর ক্ষতের চিহ্ন ছিল। তার পরনে ছিল নীল রঙের প্যান্ট এবং তার শরীরের ওপরের অংশে কোন কাপড় ছিল না। মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।

রূপসা নৌ-পুলিশের অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, মঙ্গলবার (১০ জুন) দুপুর পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। আশপাশের থানায় ছবি পাঠানো হয়েছে। তিনি বলেন, এটি একটি হত্যাকাণ্ড, এ ঘটনায় থানায় মামলা হবে।

খুলনা সদর নৌ-পুলিশের অফিসার ইনচার্জ বাবুল আক্তার বলেন, উদ্ধার হওয়া মরদেহগুলো হত্যাকাণ্ড বা অন্যকিছু কি না তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। শরীর এবং হাতের আঙ্গুলে পচন থাকায় লাশগুলোর ব্যক্তিগত পরিচিতি সিআইডি ও পিবিআইয়ের কর্মকর্তারা উদ্ধার করতে পারেনি। ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ভিসেরা রিপোর্ট না আসা পর্যন্ত উদ্ধার হওয়া লাশগুলো হত্যাকাণ্ডের শিকার কি না অন্যকিছু তা বলা সম্ভব নয়।

জানতে চাইলে খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার উদ্বেগ প্রকাশ করে বলেন, খুলনাসহ সারাদেশে গুম, খুনের মতো অপরাধ বৃদ্ধি পেয়েছে। যা খুবই উদ্বেগজনক। কাজেই মাঠ পর্যায়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা বাড়ানো দরকার।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় রাজধানী আটটি বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৭১ জন।

৮ ঘণ্টা আগে

খাগড়াছড়ির মাটিরাঙায় ২৩ বিজিবি ও ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

৮ ঘণ্টা আগে

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকদল।

৮ ঘণ্টা আগে

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে।

৯ ঘণ্টা আগে