পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি দাউদ, সাধারণ সম্পাদক বাবু

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

দীর্ঘ ১৬ বছর পর পঞ্চগড়ে ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র পঞ্চগড় সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন। এতে সভাপতি হিসেবে আবু দাউদ প্রধান ও সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন।

এছাড়া সম্মেলনে দুইটি সাংগঠনিক সম্পাদক পদে আওরঙ্গজেব ও রবিউল ইসলাম রবি নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে নব নির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও দুইটি সাংগঠনিক পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এসময় তিনি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলা বিএনপির কাছে জমা দিতে নির্দেশনা দিয়েছেন।

pan2

এর আগে, শনিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৭১০ জন ডেলিগেট ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে পঞ্চগড় সদর উপজেলা শাখা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুইজন করে ও দুইটি সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এসময় প্রার্থীদের পক্ষে দলীয় নেতাকর্মীদের হ্যান্ডবিল হাতে নিয়ে ক্রমিক নম্বর অনুসারে ভোট চাইতে দেখা গেছে।

এদিকে, শনিবার বেলা ১২টার সময় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়। দ্বি-বার্ষিক সম্মেলনটি উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। সম্মেলনে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে অডিটোরিয়াম চত্বরে উপস্থিত হয়।

এদিকে প্রথম অধিবেশনে সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সেকেন্দার আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির ও প্রধান বক্তা হিসেবে জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. রিনা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আবু দাউদ প্রধান সভাপতি ও আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপরে ২০২০ সালে আনোয়ার হোসেনকে আহ্বান ও সেকেন্দার আলীকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে এস.এস.সি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ইভটিজিংয়ের অভিযোগে তিন বখাটে যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে।

২ ঘণ্টা আগে

খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাইফুল ইসলাম রোববার (৪ মে) আদালতে আত্মসমর্পণ করেননি। উচ্চ আদালতে জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার তার আত্মসমর্পণের কথা ছিল।

৩ ঘণ্টা আগে

ক্ষমতার প্রভাব খাটিয়ে ও জাল জালিয়াতের মাধ্যমে ভূয়া মিস কেস সাজিয়ে ১৮ একর ১৫ শতাংশ জমি আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুসহ অপসোনিন ফার্মাসিটিক্যাল লিমিটেডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যগণ।

৩ ঘণ্টা আগে

খুলনার বাগমারা এলাকার একটি দোকান চুরির ঘটনায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুর্বৃত্তরা একজনকে গুলি এবং অপরজনকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।

৪ ঘণ্টা আগে