খুলনা
খুলনার গল্লামারী এলাকায় ময়ূর নদের ওপর নির্মাণাধীন স্থগিত ব্রিজটির কাজ দ্রুত শুরুর দাবিতে ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’ সংগঠনের উদ্যোগে ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকাল ১০টায় খুলনা সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বয়রার নূরনগরস্থ বিভাগীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে খুলনার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এতে সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং জনসাধারণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করেন ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’-এর সভাপতি মোঃ নাসির উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি খুলনা মহানগর সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা। এছাড়াও বক্তব্য রাখেন নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ ফ ম মহসীন, সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, ইসলামী আন্দোলন খুলনা মহানগরের সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, উন্নয়ন ফোরামের মহাসচিব মোঃ আসিফ ইকবাল, কবি ও সাংবাদিক মোঃ আবু আসলাম বাবু, নিসচা খুলনার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না প্রমুখ।
বক্তারা জানান, যানবাহনের চাপে গল্লামারীর পুরাতন ব্রিজটি অনেকটাই অকার্যকর হয়ে পড়ায় নতুন ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। পরে ঢাকার হাতিরঝিলের আদলে দুটি সমান্তরাল ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেয় সড়ক ও জনপথ অধিদপ্তর। এ লক্ষ্যে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড-কে ৬৭ কোটি ৭৭ লাখ টাকার কার্যাদেশ দিয়ে ২০২৫ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে সরকারের পরিবর্তনের পর হঠাৎ নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়, যা এখনো পুনরায় শুরু হয়নি। এতে জনদুর্ভোগ বেড়েই চলেছে।
দাবিগুলো কী ছিল?
* স্থগিত ব্রিজ নির্মাণ কাজ দ্রুত শুরু করা
* ময়লাপোতা থেকে পাওয়ার হাউজ পর্যন্ত চারলেন সড়ক নির্মাণ
* খুলনার উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ
কর্মসূচি চলাকালীন সওজ-এর চিফ ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্রুত ব্রিজের নির্মাণ কাজ শুরু করার আশ্বাস দেন।
কর্মসূচি চলাকালীন নাগরিক ফোরামের সদস্য সচিব এস এম ইকবাল হাসান তুহিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বক্তারা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
খুলনার গল্লামারী এলাকায় ময়ূর নদের ওপর নির্মাণাধীন স্থগিত ব্রিজটির কাজ দ্রুত শুরুর দাবিতে ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’ সংগঠনের উদ্যোগে ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকাল ১০টায় খুলনা সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) বয়রার নূরনগরস্থ বিভাগীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে খুলনার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এতে সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং জনসাধারণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করেন ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’-এর সভাপতি মোঃ নাসির উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি খুলনা মহানগর সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা। এছাড়াও বক্তব্য রাখেন নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ ফ ম মহসীন, সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, ইসলামী আন্দোলন খুলনা মহানগরের সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, উন্নয়ন ফোরামের মহাসচিব মোঃ আসিফ ইকবাল, কবি ও সাংবাদিক মোঃ আবু আসলাম বাবু, নিসচা খুলনার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না প্রমুখ।
বক্তারা জানান, যানবাহনের চাপে গল্লামারীর পুরাতন ব্রিজটি অনেকটাই অকার্যকর হয়ে পড়ায় নতুন ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। পরে ঢাকার হাতিরঝিলের আদলে দুটি সমান্তরাল ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেয় সড়ক ও জনপথ অধিদপ্তর। এ লক্ষ্যে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড-কে ৬৭ কোটি ৭৭ লাখ টাকার কার্যাদেশ দিয়ে ২০২৫ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে সরকারের পরিবর্তনের পর হঠাৎ নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়, যা এখনো পুনরায় শুরু হয়নি। এতে জনদুর্ভোগ বেড়েই চলেছে।
দাবিগুলো কী ছিল?
* স্থগিত ব্রিজ নির্মাণ কাজ দ্রুত শুরু করা
* ময়লাপোতা থেকে পাওয়ার হাউজ পর্যন্ত চারলেন সড়ক নির্মাণ
* খুলনার উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ
কর্মসূচি চলাকালীন সওজ-এর চিফ ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্রুত ব্রিজের নির্মাণ কাজ শুরু করার আশ্বাস দেন।
কর্মসূচি চলাকালীন নাগরিক ফোরামের সদস্য সচিব এস এম ইকবাল হাসান তুহিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বক্তারা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলা হঠাৎ করেই বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ায় কারণে বিকেল থেকে বিদ্যুৎ–সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পুরো ‘ব্ল্যাক আউট’ হয়ে পড়ে খুলনা ও বরিশালসহ ২১ জেলা।
৩ ঘণ্টা আগেবাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। জাতীয় গ্রিডে সমস্যার কারণে আজ শনিবার (২৬ এপ্রিল) বিকাল থেকে ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি বন্ধ রাখা হয়।
৩ ঘণ্টা আগেকুমিল্লার মুরাদনগরে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা না কি আত্মহত্যা তা উদঘাটনে কাজ করছে পুলিশ। তবে স্থানীয়সহ পরিবারের দাবি, মা ও ছেলেকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
৪ ঘণ্টা আগেজমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার শাবলের আঘাতে চাচা নিহত হয়েছেন। সুলতান হোসেন খান (৪৫) নামের ওই নিহত ব্যক্তি বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের বাসিন্দা।
৪ ঘণ্টা আগেদেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলা হঠাৎ করেই বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ায় কারণে বিকেল থেকে বিদ্যুৎ–সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পুরো ‘ব্ল্যাক আউট’ হয়ে পড়ে খুলনা ও বরিশালসহ ২১ জেলা।
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। জাতীয় গ্রিডে সমস্যার কারণে আজ শনিবার (২৬ এপ্রিল) বিকাল থেকে ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি বন্ধ রাখা হয়।
কুমিল্লার মুরাদনগরে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা না কি আত্মহত্যা তা উদঘাটনে কাজ করছে পুলিশ। তবে স্থানীয়সহ পরিবারের দাবি, মা ও ছেলেকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার শাবলের আঘাতে চাচা নিহত হয়েছেন। সুলতান হোসেন খান (৪৫) নামের ওই নিহত ব্যক্তি বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের বাসিন্দা।