সুন্দরবনের অভয়ারণ্যে চার জেলে আটক

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
সুন্দরবনে আটক জেলেদের রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য থেকে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। আটকদের রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বুড়িগোয়ালিনী স্টেশনের পুষ্পকাটি অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃ জেলেরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের সামসুর রহমান গাজীর ছেলে আহমাদ আলী গাজী (৫০), সেন্টাল কালিনগর গ্রামের মোসলেম উদ্দিন বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর হায়দার (৫৩), মৃত মোন্তেজ আলী গাজীর ছেলে আতহার আলী (৪৫) ও দক্ষিণ কদমতলা গ্রামের মো. ইসমাইল গাজীর ছেলে আব্দুল করিম (৩৮)।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, সুন্দরবনের স্মার্ট টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পুষ্পকাটি অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে চার জেলেকে আটক করতে সক্ষম হন। এ সময় তাদের কাছ থেকে দুটি নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তবে একাধিক জেলে সূত্রে জানা গেছে, পুষ্পকাটি, নটাবেকীর কয়েকটি এলাকায় বন বিভাগের দায়িত্বশীল কিছু কর্মচারী টাকার বিনিময়ে গোপন চুক্তিতে নিষিদ্ধ এলাকায় মাছ ও কাঁকড়া ধরার সুযোগ করে দিচ্ছে। মাঝেমধ্যে জেলেরা চুক্তির টাকা পরিশোধে গড়িমসি করলে তাদের আটক করা হয়।

এদিকে, দায়িত্বশীল একটি সূত্র জানায়, পুষ্পকাটি টহল ফাঁড়ির সদস্য আব্দুস সালাম ২০ হাজার টাকার চুক্তিতে তাদের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার ব্যবস্থা করে দেন। টাকা নিয়েও আটক করায় বিষয়টি প্রকাশ্যে আসে। এ ছাড়া বেশকিছু মাছসহ তাদের আটক করা হলেও পরে মাছের কোনো হদিস মেলেনি।

এ বিষয়ে পুষ্পকাটি টহল ফাঁড়ির সদস্য আব্দুস সালাম টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এসব বিষয়ে আমি কিছু জানি না।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

গত ৫ আগস্টের পর রাজশাহীর বালুমহাল নিয়ন্ত্রণে নেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মতলেবুর রহমান মতলেব।

২ ঘণ্টা আগে

বাগেরহাটে ৬টি হাত বোমাসহ বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৮ নেতাকর্মীকে ধরে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। সোমবার (২১ এপ্রিল) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার খানজাহান (রহ.) মাজারের পাশের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সেনাবাহিনী।

৩ ঘণ্টা আগে

কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধে ১৬ বছরের কিশোর মোকারিম মিয়া খুন হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় চৌগাংগা ইউনিয়নের বিরারভিটা গ্রামে এ ঘটনা ঘটে। মোকারিম স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।

৫ ঘণ্টা আগে

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নে গভীর রাতে পাচারের সময় প্লাস্টিক বস্তাভর্তি ১৭৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে স্থানীয় জনতা।

৫ ঘণ্টা আগে