নসিমন-ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আইসক্রিম বিক্রেতার মৃত্যু

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নসিমন ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহিন ইসলাম (১৪) নামে এক আইসক্রিম বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ডাঙ্গা পাড়া এলাকায় আলম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেবীগঞ্জ-নীলসাগর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাহিন ইসলাম উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সরকারপাড়া এলাকার শাহিবুল ইসলামের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বৃষ্টির মাঝেও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আইসক্রিম বিক্রি করছিলেন শাহিন। পরে তিনি উপজেলার উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ডাঙ্গা পাড়া এলাকায় দেবীগঞ্জ-নীলসাগর আঞ্চলিক সড়কে আলম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় শাহিনের ব্যাটারি চালিত আইসক্রিম ভ্যানের। এসময় সড়কে ছিটকে পড়েন তিনি। দুর্ঘটনায় মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে শাহিনের। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তুলসি রাণী মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পরপরই ঘাতক নসিমনটি স্থানীয়দের সহযোগিতায় জব্দসহ চালককে আটক করেছে পুলিশ।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার রায় নসিমন ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আইসক্রিম বিক্রেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ এখনো দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

ফায়ার সার্ভিস বলছে, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় প্রাইভেট কারটি।

১ ঘণ্টা আগে

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতারকৃত জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আমীর হামজাকে (৭৯) কারাগারে প্রেরণ করেছে আদালত।

১৫ ঘণ্টা আগে

পঞ্চগড়ের আটোয়ারী ও সদর উপজেলায় পুকুর ও ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আরাজী মন্ডলহাট বলরামপুর, চুচুলী পটেশ্বরী ও সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুঁটকিপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

১৬ ঘণ্টা আগে

জামালপুর একটি শান্তিপূর্ণ জেলা। তবে মাঝে মধ্যে জেলায় মাজার ভাঙার সুর এসেছে এবং এখনো আসতেছে। আমরা সজাগ আছি এবং পুলিশ প্রশাসনকে বলবো আপনারাও সজাগ থাকবেন। । এখানে কিছু ধর্ম ব্যবসায়ী আছে যারা উসকানি দিয়ে থাকেন ব্যবসা টিকিয়ে রাখার জন্য। তারা সবসময় জামালপুরকে অশান্ত রাখতে চায়

১৮ ঘণ্টা আগে