বর্ষা আসার আগেই ইমাম আব্দুল মোমিন পেলেন নতুন আশ্রয়

প্রতিনিধি
পানছড়ি, খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের এক কোণে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন মসজিদের সাবেক ইমাম ও বয়োবৃদ্ধ আব্দুল মোমিন। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটির নেই কোনো সন্তান, নেই কোনো সহায়-সম্বল। এক সময় এলাকার মানুষের জন্য ধর্মীয় নির্দেশনার আলো জ্বালালেও আজ তিনি নিজেই হারিয়ে ফেলেছেন কর্মক্ষমতা ও জীবনের নিশ্চয়তা।

জরাজীর্ণ, ভেঙে পড়ার মত অবস্থায় পৌঁছানো তাঁর একমাত্র আশ্রয়টিও বর্ষা মৌসুমে হয়ে উঠেছিল এক ভয়াবহ শঙ্কার নাম। যেকোনো সময় ধসে পড়তে পারত পুরোনো কাঠ-বাঁশের তৈরি সেই ঘরটি। কিন্তু ঠিক তখনই সহায়তার হাত বাড়িয়ে দিলো এক দল সদাশয় মানুষ।

পানছড়ি সাব-জোনের অধিনায়ক মেজর রিফাত হোসেন (পিএসসি), পানছড়ি উপজেলা বিএনপি এবং উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সম্মিলিত উদ্যোগে আব্দুল মোমিনের জন্য তৈরি হলো নতুন ঘর। শুধু ঘর নয়, তাঁর হাতে তুলে দেওয়া হয় নগদ সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী।

এই মানবিক উদ্যোগের সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, উল্টাছড়ি ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা এ সহায়তাকে শুধু সময়োপযোগী নয়, সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন।

স্থানীয়দের ভাষ্যমতে, “এমন উদ্যোগ শুধু একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটায় না, বরং আমাদের সমাজে সহমর্মিতা, সহানুভূতি ও সম্প্রীতির বন্ধন আরও গভীর করে।”

আব্দুল মোমিনের চোখে তখন স্বস্তির অশ্রু। তাঁর মতো অসহায় বৃদ্ধদের পাশে সমাজ ও প্রশাসনের এমন মানবিক উপস্থিতি সত্যিই প্রশংসার যোগ্য। বর্ষার আগেই শুধু একটি ঘর নয়, বরং একটি নিরাপদ আশ্রয় আর জীবনের নতুন ভরসা পেলেন ইমাম আব্দুল মোমিন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নরসিংদীতে স্ত্রীকে হত্যা করে নিজে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে রাজু মিয়া নামের এক ব্যক্তি। রাজু মিয়া নরসিংদী সদর উপজেলার বালুসাই গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত আলী মোহাম্মদ।

৪ মিনিট আগে

শুক্রবার বিকেলে গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের মা আলেয়া বেগম (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পাশবিক ও মর্মান্তিক হত্যাকাণ্ডের পর শনিবার (১৯ এপ্রিল) টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার নম্বর–৩৪।

৪ ঘণ্টা আগে

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থী কন্যাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তার বাবা আকরাম হোসেনকে। এই নৃশংস ঘটনার মূল অভিযুক্ত নান্টু ও তার সহযোগী খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

৭ ঘণ্টা আগে

জয়পুরহাট শহর ও আশপাশের হাটবাজারে হঠাৎ করেই বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সবচেয়ে বেশি চোখে পড়ছে পেঁয়াজের দাম- যেখানে মাত্র ১০ দিন আগেও কেজি প্রতি বিক্রি হয়েছিল ৩০ থেকে ৩৫ টাকায়, এখন সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকা দরে। শুধু পেঁয়াজই নয়, চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। এতে বিপ

৭ ঘণ্টা আগে