কালিনগর মন্দির ও শিক্ষাখাতে দিবাকরের ৮০ লাখ টাকার দান

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

কালিনগর শ্রীশ্রী দেব মন্দির এবং অধ্যক্ষ কুমারেশ বাওয়ালী টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউটের উন্নয়ন, পূজা-অর্চনা এবং অসহায় মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় ৮০ লাখ টাকা অনুদান দিয়েছেন সুপরিচিত শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ দিবাকর বাওয়ালী।

মৃত কুমারেশ বাওয়ালী ও বন্ধনা রানী বাওয়ালীর সন্তান দিবাকর বাওয়ালী খুলনার পাইকগাছার কালিনগর গ্রামের এক গৌরবময় কৃতি ব্যক্তিত্ব। তিনি কালিনগর কলেজ, মুক্তিযোদ্ধা কলেজ, গরিয়ারডাঙ্গা কলেজ, বারবাড়িয়া কলেজসহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি। পাশাপাশি খুলনার মেট্রোপলিটন কলেজের প্রতিষ্ঠাতা-অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বাংলাদেশ, ভারত ও নেপালসহ দেশ-বিদেশে শিক্ষার প্রসারে অনন্য অবদান রাখায় তিনি বহু সম্মান আর স্বীকৃতি অর্জন করেছেন। প্রতিকূলতা সত্ত্বেও নিজের এলাকায় তিনি নির্মাণ করেছেন একটি মন্দির, একটি উচ্চমাধ্যমিক কলেজ এবং পিতার নামাঙ্কিত একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। তার বাবার প্রতিষ্ঠিত উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ক্রমেই বিস্তৃত হচ্ছে।

সম্পত্তির ‘একর’-এর অর্থ থেকে তিনি যে ৮০ লাখ টাকা দান করেছেন, তা মন্দির ও ইনস্টিটিউটের নামে এফডিআর হিসেবে সংরক্ষিত থাকবে।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

অর্থ ব্যবহারের নিয়ম

  • মন্দিরের এফডিআরের লভ্যাংশ শুধুমাত্র দেব-দেবতার পূজা, মন্দিরের উন্নয়ন এবং দরিদ্র মানুষের কল্যাণমূলক কাজে ব্যয় করা হবে।
  • ইনস্টিটিউটের এফডিআরের মুনাফা প্রতিবছর মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি হিসেবে প্রদান করা হবে।
  • দিবাকর বাওয়ালী জীবিত থাকা অবস্থায় তাঁর অনুমতি ছাড়া ট্রাস্টের কোনো অর্থ উত্তোলন করা যাবে না।
  • তাঁর মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র মন্দিরের সেবায়েত ও ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রতিনিধির দায়িত্ব পালন করবেন—তিনি যেখানেই অবস্থান করুন।
  • প্রতিষ্ঠানগুলো সরকারি হলেও ট্রাস্টের অর্থ কেবল ট্রাস্ট ও মন্দিরের নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।
  • কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যক্তিস্বার্থে এই তহবিল ব্যবহার করতে পারবে না।

স্থানীয়রা মনে করছেন, অধ্যক্ষ দিবাকর বাওয়ালীর এই অসাধারণ দান ধর্মীয় সেবা, সামাজিক উন্নয়ন এবং দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

নীলফামারীতে গত দুই দিনে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট। ‘পৌষের মাসে বাঘ কাঁদে’, এই প্রবাদবাক্যটি স্মরণ করিয়ে দিচ্ছে শীতের তীব্রতা। জেঁকে বসেছে শীত। সোমবার ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল নীলফামারীর সর্বত্র। কুয়াশার সাথে শীতের দাপটও বাড়ছে। দুপুরেও সূর্যের দেখা মিলছে না।

২ ঘণ্টা আগে

মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে হত্যা ও তার মৃতদেহ আগুনে পোড়ানোর মত মর্মান্তিক ও বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে।

১৯ ঘণ্টা আগে

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পশু জবাইয়ের সময় পরীক্ষা ও ছাড়পত্র ছাড়াই মাংস বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাজারে বিক্রি হওয়া গরু ও ছাগলের মাংস স্বাস্থ্য পরীক্ষাহীন হওয়ায় ক্রেতারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। স্থানীয়রা বলছেন, কোনো রোগবালাই আছে কিনা তা যাচাই না করে পশু জবাই করা হচ্ছে।

২০ ঘণ্টা আগে

খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে জেলার খ্রিস্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা করেছেন।

২০ ঘণ্টা আগে