‘কাউকে অ্যারেস্ট করতে হলে আমাদের অনুমতি নিতে হবে’

প্রতিনিধি
কুষ্টিয়া
Thumbnail image
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক শেখ রাসেল

‘কে আওয়ামী লীগ করেছে আর কে বিএনপি করেছে, সেটা কোনো বিষয় না। সবাই আমাদের মানুষ। সবাই চৌরঙ্গীর মানুষ। তাদের অ্যারেস্ট করতে হলে আমাদের কাছ অনুমতি নিতে হবে। এর বাইরে যদি একটা মানুষকে গ্রেপ্তার করা হয়, আমরা সবাই মিলে থানা ঘেরাও করব। কে কোন দল করেছে, এটা দেখার বিষয় না।’

এমন বক্তব্য দিয়ে ফেসবুকে ভাইরাল হয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির এক নেতার ভাই ও সরকারি কর্মকর্তা। গতকাল শুক্রবার রাতে ফেসবুকে এক মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

তার নাম শেখ রাসেল। তিনি কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, পান্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের ভাই এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক। বর্তমানে তিনি ময়মনসিংহে কর্মরত আছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শেখ রাসেল এমন মন্তব্য করেন। সে সময় অনেকেই তার বক্তব্য ফেসবুকে লাইভ করেন এবং মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মিজানুর রহমান, যদুবয়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী মোল্লা, যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আসাদসহ অন্যান্যরা।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে আরও বলতে শোনা যায়, আমরা অনেক অন্যায় করেছি। আমরা ছোট ছিলাম। আমরা বুঝিনি। আমাদের ক্ষমা করে দিন। আমাদের সাথে থাকেন। আর একটা অন্যায়ও আমাদের দ্বারা হবে না। মেহেদী রুমীর নেতৃত্বে শেখ সদর উদ্দিনের স্বপ্নের চৌরঙ্গী গড়ার ইচ্ছা আমার। আমাদের সাথে থাকেন।

তিনি একজন সরকারি কর্মকর্তা বলে স্বীকার করেছেন শেখ রাসেল। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বক্তব্যের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি কোনো নিরাপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন। তারপরও যদি অন্যকিছু বলে থাকি, তা হলো স্লিপ অব টাঙ।’

তবে শেখ রাসেলের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান। তিনি গণমাধ্যমকে বলেন, এ ধরনের বক্তব্য দেওয়া ঠিক হয়নি। বিএনপি তা সমর্থন করে না।

এমন বক্তব্য সমীচীন নয় বলে মন্তব্য করেন কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ। তিনি বলেন, পুলিশ কারও কথামতে চলবে না। পুলিশ তার নিজস্ব গতিতেই চলবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

গত ৫ আগস্টের পর রাজশাহীর বালুমহাল নিয়ন্ত্রণে নেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মতলেবুর রহমান মতলেব।

১১ ঘণ্টা আগে

বাগেরহাটে ৬টি হাত বোমাসহ বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৮ নেতাকর্মীকে ধরে পুলিশে দিয়েছে সেনাবাহিনী। সোমবার (২১ এপ্রিল) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার খানজাহান (রহ.) মাজারের পাশের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সেনাবাহিনী।

১১ ঘণ্টা আগে

কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধে ১৬ বছরের কিশোর মোকারিম মিয়া খুন হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় চৌগাংগা ইউনিয়নের বিরারভিটা গ্রামে এ ঘটনা ঘটে। মোকারিম স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।

১৩ ঘণ্টা আগে

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নে গভীর রাতে পাচারের সময় প্লাস্টিক বস্তাভর্তি ১৭৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে স্থানীয় জনতা।

১৩ ঘণ্টা আগে