খুলনায় বিএনপি নেতার বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ

আদালতে মামলা

প্রতিনিধি
খুলনা
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৫: ২১
Thumbnail image
বিএনপি নেতা আবু সাইদ বিশ্বাস

খুলনার কয়রা উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত ক‌মি‌টির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ বিশ্বাসসহ ছয়জনের নামে চাঁদাবাজির মামলা হয়েছে। তি‌নি উপ‌জেলার মঠবাড়ি গ্রামের মৃত সামছুর বিশ্বাসের ছেলে। গতকাল মঙ্গলবার কয়রা উপজেলার ৪নং কয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

ত‌বে উপ‌জেলা বিএন‌পির সা‌বেক নেতা আবু সাঈদ বিশ্বাস সব অভিযোগ অ‌স্বীকার ক‌রে ব‌লেন, এক‌টি গ্রুপ মিথ‌্যা অভিযোগ ক‌রে আমার সুনাম ক্ষুণ্ন কর‌ছে। বরং আমার ঘে‌র তারা দখল নেওয়ার চেষ্টা ক‌রে। আমি যথাযথ প্রক্রিয়া সম্পন্ন ক‌রে ঘের করেছি।

মামলার অন্য আসামিরা হলেন মঠবাড়ি গ্রামের আজিজুল বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রহমান, আবু সাইদ বিশ্বাসের ছেলে মেহেদী হাসান রানা, মৃত মোকছেদ বিশ্বাসের ছেলে জিয়াদ আলী, মৃত ইসমাইল মোল্যার ছেলে ইয়াছিন ও খুলনার বয়রা গ্রামের সেলিম চৌধুরীর ছেলে ফরহাদ হোসেন।

মামলা সূ‌ত্রে জানা যায়, বাদী মঠবাড়ি গ্রামের সুভাষ চন্দ্র মণ্ডল, নিরাপদ মণ্ডল, মো. শাহাবাজ আলী, আছাদুল ইসলামসহ ১৬ জন জমির মালিকের কাছ থেকে পাঁচ বছর মেয়াদে ৩-৪ হাজার টাকা হারিতে লিজ নিয়ে সেখানে বাগদা ও অন্যান্য মাছ চাষ করে আসছেন। কিন্তু ১৯ জানুয়া‌রি বিএন‌পি নেতা আবু সাঈদ বিশ্বা‌সের নেতৃত্বে অন্য আসামিরা বাদীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে আসামিরা মাছ লুট করে নেয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা।

আদালত মামলাটি আমলে নিয়ে কয়রা থানার অফিসার ইনচার্জকে তদন্তপৃর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

উপকূলীয় নারীদের স্বাস্থ্য ও জীবন-জীবিকা আজ চরম ঝুঁকির মুখে। লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে এই অঞ্চলের নারীরা প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছেন। অকাল গর্ভপাত, ঋতুচক্রে অনিয়ম, প্রজননতন্ত্রের জটিলতা, উচ্চ রক্তচাপ, চর্মরোগ, এমনকি জরায়ু সংক্রান্ত রোগও দিনকে দিন বাড়ছে।

৫ মিনিট আগে

কুয়েট ক্যাম্পাসে চলমান আমরণ অনশনে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগের ২৩ ব্যাচের ওই শিক্ষার্থী টানা সাড়ে ২১ ঘণ্টা অনশন পালনের পর মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন।

১৩ মিনিট আগে

ফুলতলা বাজারে সোমবার রাতে যৌথ বাহিনী দেশি-বিদেশি অস্ত্রসহ সেলিম শেখ (৩৭) নামের এক যুবককে আটক করেছে। সোমবার (২১ এপ্রিল) ফুলতলা বাজারের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাঈদ শেখের ছেলে সেলিম শেখকে রাত ৩টার দিকে আটক করা হয়।

২৭ মিনিট আগে

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার অবশ্যই দৃশ্যমান হতে হবে। তিনি বলেন, "হেলিকপ্টার দিয়ে নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলি করার নির্দেশ দিয়েছেন হাসিনা, যার জন্য তাকে বিচারবিদ্ধ করতে হবে।"

৩৯ মিনিট আগে