পৃথক অভিযানে অস্ত্র গুলি ও হরিনের মাংস উদ্ধার

মুক্তিপনের দাবীতে আটক ৪ জেলে উদ্ধার

প্রতিনিধি
বাগেরহাট
Thumbnail image
ছবি: প্রতিনিধি

সুন্দরবনসংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযানে মুক্তিপণের দাবিতে ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। একই সঙ্গে উদ্ধার হয়েছে অস্ত্র ও গোলাবারুদ।

অন্য এক অভিযানে হরিণের মাংস, মাথা ও শিকারি ফাঁদসহ চারজন শিকারিকে আটক করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সদস্যরা নাগজোড়া খাল এলাকায় অবস্থান করছে। তথ্যের পরিপ্রেক্ষিতে রোববার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে কোস্টগার্ড স্টেশন কয়রার সদস্যরা বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি একনলা বন্দুক, একটি তাজা কার্তুজ ও একটি ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া জেলেদের পরবর্তীতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, পৃথক আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ময়দাপেশা খাল এলাকায় কোস্টগার্ডের আরেকটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ৭২ কেজি হরিণের মাংস, দুটি মাথা, প্রায় ৩০০ মিটার শিকারি ফাঁদসহ চারজন শিকারিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

শহীদ পিন্টুর স্মৃতিতে গঠিত সংগঠন শহীদ পিন্টু স্মৃতি সংসদ মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ এবং তার শাস্তির দাবি জানায়।

১৩ ঘণ্টা আগে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মাধ্যমে রোকেয়া দিবস-২০২৫ পালন করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) নীলফামারীর সৈয়দপুরে পাঁচ অদম্য নারীকে সংবর্ধনা দেওয়া হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

১৪ ঘণ্টা আগে

কিশোরগঞ্জে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: এরশাদুল আহমেদ।

১৪ ঘণ্টা আগে