উত্তরা ইপিজেডে সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ৮

প্রতিনিধি
নীলফামারী
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৫৬
Thumbnail image
ছবি: প্রতিনিধি

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় সংঘর্ষে নিহত হন ইপিজেডের ইকো কোম্পানির শ্রমিক হাবিব ইসলাম (২০)। জানা গেছে, নিহত হাবিব নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজিরহাট গ্রামের দুলাল হোসেনের ছেলে।

এদিকে, সংঘর্ষে আহত কয়েকজনকে নীলফামারীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, শ্রমিক সংঘর্ষে আরও আটজন শ্রমিক আহত হয়েছেন।

জানা গেছে, সকালে শ্রমিকরা ইপিজেড এলাকার বিভিন্ন সড়কে অবস্থান নেন। পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের শ্রমিকদের টানা চারজন আন্দোলনের পর সোমবার (১ সেপ্টেম্বর) কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে। কর্তৃপক্ষ নোটিশে জানিয়েছে, টানা আন্দোলনে উৎপাদন ব্যাহত হওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। তাই বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯-এর ধারা ১২(১) অনুযায়ী ২ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নোটিশে পুনরায় চালুর কথা জানানো হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

অবশেষে সোমবার (১ সেপ্টেম্বর) দিনভর অভিযান চালিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর বিট এলাকার ওই ৩০ বিঘা বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা।

২ মিনিট আগে

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জেলাবাসীর বহুল প্রতীক্ষিত জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসা সেবা চালু করা হয়েছে।

১৩ মিনিট আগে

জামালপুরের মাদারগঞ্জে পারিবারিক কলহের জেরে চিরকুট লিখে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

২৬ মিনিট আগে

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ডুয়েট ক্যাম্পাস থেকে শুরু হয় একটি বিক্ষোভ মিছিল। তারা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ি মোড়ে এসে ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।

১ ঘণ্টা আগে