বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান রোধে চালানো বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে দিনভর জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একাধিক টহল দল জেলার বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। বৈকারী এলাকা থেকে উদ্ধার করা হয় ১৫০ পিস ভারতীয় ‘সিলডেনাফিল’ ট্যাবলেট, যার বাজারমূল্য উল্লেখযোগ্য। তলুইগাছা থেকে জব্দ করা হয় প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ। কেড়াগছি এলাকা থেকে উদ্ধার করা হয় ৬৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা। হিজলদী সীমান্ত থেকে জব্দ করা হয় ১৬ লাখ ১০ হাজার টাকা মূল্যের ওষুধ। এছাড়া সুলতানপুর এলাকা থেকে ৭০ হাজার ও চান্দুরিয়া থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্যসামগ্রী উদ্ধার করা হয়।

সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৪১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

অধিনায়ক আশরাফুল হক জানান, উদ্ধারকৃত ভারতীয় পণ্যাদি আইনানুযায়ী সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে জব্দকৃত মাদকদ্রব্যগুলো সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্টোরে জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

‘ভোলার গ্যাস ভোলায় চাই, ঘরে ঘরে গ্যাস চাই’- এই দাবিকে সামনে রেখে ভোলায় নতুন করে বিক্ষোভে ফুসে উঠেছে ছাত্র ও স্থানীয় জনতা। রাজধানীমুখী ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাসবাহী একটি কাভার্ড ভ্যান আটকে দিয়ে তারা বিক্ষোভ জানায়।

২ ঘণ্টা আগে

শনিবার (১৯ এপ্রিল) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যাত্রাবাড়ী হতে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কে এবং যাত্রাবাড়ী হতে কাজলা হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু করে।

২ ঘণ্টা আগে

পুলিশের অভিযান টের পেয়ে অস্ত্র ও গুলি ফেলে পালিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৯টায় খাগড়াছড়ির সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্বার করা হয়েছে একটি লাইটগান ও এক রাউন্ড গুলি।

১৬ ঘণ্টা আগে

দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিতে নিজের শিশুকন্যাকে নিয়ে ভাগ্নে আরাফাতের সঙ্গে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছেন মামি শাপলা। আর এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়।

১৭ ঘণ্টা আগে