পঞ্চগড়
পঞ্চগড়ে কোচিং সেন্টারে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মোস্তাফিজুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে মিছিল শুরু করে। মিছিলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়, সেখানে শিক্ষার্থীরা সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান নাফিজা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা এখন আর শিক্ষকদের কাছেও নিরাপদ নই। শুধু এই শিক্ষক নয়, আরও অনেক শিক্ষক এমন আচরণ করে থাকেন। যদি তাকে শাস্তি না দেওয়া হয়, তাহলে এই ধরনের ঘটনা আবারও ঘটবে।”
স্কুল ছাত্রী জেবা সামিহা বলেন, “এই শিক্ষক হুমকি দেন যে, যদি প্রাইভেট না পড়ি, তাহলে পরীক্ষায় ভাল মার্ক পাওয়া যাবে না। অনেকেই নিরুপায় হয়ে তার কাছে পড়তে যান। আমরা কোথায় নিরাপদ? আমি জানি না মেয়েরা কোথায় নিরাপদ।”
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা অভিযোগ দায়ের করেছেন। ধর্ষণ চেষ্টার মামলা দায়ের হওয়ার পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বুধবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন একটি কোচিং সেন্টারে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মোস্তাফিজুর রহমান তার স্কুলেরই নবম শ্রেণির এক ছাত্রীকে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
পঞ্চগড়ে কোচিং সেন্টারে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মোস্তাফিজুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিয়ে মিছিল শুরু করে। মিছিলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়, সেখানে শিক্ষার্থীরা সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান নাফিজা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা এখন আর শিক্ষকদের কাছেও নিরাপদ নই। শুধু এই শিক্ষক নয়, আরও অনেক শিক্ষক এমন আচরণ করে থাকেন। যদি তাকে শাস্তি না দেওয়া হয়, তাহলে এই ধরনের ঘটনা আবারও ঘটবে।”
স্কুল ছাত্রী জেবা সামিহা বলেন, “এই শিক্ষক হুমকি দেন যে, যদি প্রাইভেট না পড়ি, তাহলে পরীক্ষায় ভাল মার্ক পাওয়া যাবে না। অনেকেই নিরুপায় হয়ে তার কাছে পড়তে যান। আমরা কোথায় নিরাপদ? আমি জানি না মেয়েরা কোথায় নিরাপদ।”
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা অভিযোগ দায়ের করেছেন। ধর্ষণ চেষ্টার মামলা দায়ের হওয়ার পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বুধবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন একটি কোচিং সেন্টারে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মোস্তাফিজুর রহমান তার স্কুলেরই নবম শ্রেণির এক ছাত্রীকে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় লাইসেন্স ছাড়া পেট্রোল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৯ ঘণ্টা আগেবাগেরহাটের প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হলো। দীর্ঘ ৫৪ বছর ধরে মাধ্যমিক স্তরে শিক্ষাদান করে আসা সন্নাসী মাধ্যমিক বিদ্যালয় এবার রূপ নিচ্ছে কলেজিয়েট স্কুলে।
৯ ঘণ্টা আগেজামালপুরের মেলান্দহে দোকানের গোডাউনে স্তূপ করে রাখা হার্ডবোর্ডের নিচে চাপা পড়ে মোস্তাক আহমেদ মুস্তাকিন (৪৫) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৯ ঘণ্টা আগেমানিকগঞ্জ জেলা কারাগারে আটক অবস্থায় বাবুল হোসেন (৫৫) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগেলালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় লাইসেন্স ছাড়া পেট্রোল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বাগেরহাটের প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হলো। দীর্ঘ ৫৪ বছর ধরে মাধ্যমিক স্তরে শিক্ষাদান করে আসা সন্নাসী মাধ্যমিক বিদ্যালয় এবার রূপ নিচ্ছে কলেজিয়েট স্কুলে।
জামালপুরের মেলান্দহে দোকানের গোডাউনে স্তূপ করে রাখা হার্ডবোর্ডের নিচে চাপা পড়ে মোস্তাক আহমেদ মুস্তাকিন (৪৫) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মানিকগঞ্জ জেলা কারাগারে আটক অবস্থায় বাবুল হোসেন (৫৫) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।