প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা ফাজায়েল

প্রতিনিধি
নরসিংদী
Thumbnail image
ছবি : প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলায় ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ফাজায়েল ভূইয়া। তবে জানাজার সময়ও তাকে হাতকড়া পরা অবস্থায় দেখা গেছে।

শুক্রবার দুপুরে পুলিশ পাহারায় জানাজা ও দাফন শেষে তাকে জেলে ফিরিয়ে নেওয়া হয় বলে জানান শিবপুর থানার ওসি আফজাল হোসেন।

কারাবন্দি ফাজায়েল ভূইয়া উপজেলার চক্রদা ইউনিয়নের আশরাফপুর গির্জাপাড়া

এলাকার প্রয়াত আব্দুল হাই খোকা ভুঁইয়ার ছেলে। তিনি শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সম্প্রতি একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন তিনি।

ফাজায়েল ভূইয়া
ফাজায়েল ভূইয়া

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ফাজায়েল ভুঁইয়ার বাবা খোকার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বাবার জানাজায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। পরে আদালতের আদেশে শুক্রবার ১২ টার দিকে তাকে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ায় হয়।

প্যারোলে মুক্তি পাওয়ার পর ফাজায়েল ভূইয়াকে পুলিশ পাহারায় বাড়িতে নিয়ে বাবার জানাজায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এ সময় তার এক হাতের কড়া খুলে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, বাবার জানাজায় ফাজায়েল শুধু কাঁদছিলেন। তাকে থামানোই যাচ্ছিল না। পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হলে ফাজায়েলকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

ওসি আফজাল হোসেন জানান, জানাজার সময় ফাজায়েলের একটি হাতকড়া খুলে দেওয়া হয় এবং জানাজায় পুলিশও উপস্থিত ছিল।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইলের ঘাটাইলে ছেলে জামিলের (২০) বিরুদ্ধে বাবা রাশিদুল হক খান সুমনকে (৪৭) অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।

১ দিন আগে

এঘটনায় সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সোয়েলের পরনে ছিল সাদা স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি।

১ দিন আগে

বাগেরহাটের ফকিরহাট এলাকার কাটাখালী মোড় থেকে অভিযান চালিয়ে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

১ দিন আগে

ফেনীর ছাগলনাইয়া থানার পুলিশ ও বিজিবি পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার এবং তিনজনকে আটক করেছে।

১ দিন আগে