কৃষির স্বার্থে পুরনো নীতিমালা বহালের দাবিতে মহালছড়িতে মানববন্ধন

প্রতিনিধি
মহালছড়ি, খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

দেশব্যাপী সার বিতরণ নীতিমালা পরিবর্তনের প্রেক্ষিতে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে খুচরা সার বিক্রেতারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় মহালছড়ি উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে ‘খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, মহালছড়ি উপজেলা শাখা’ এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টি.ও (ট্রেড অ্যান্ড অর্গানাইজেশন) লাইসেন্স বাতিল না করার দাবি জানান।

উপজেলা সভাপতি রতন মহাজন বলেন, সরকার ঘোষিত নতুন সার বিতরণ নীতিমালার কারণে দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে কাজ করে আসা পুরনো ডিলার ও বিক্রেতারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এ অবস্থায় তাদের লাইসেন্স বাতিল বা পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে, কৃষক পর্যায়ে সার বিতরণে বড় ধরনের সংকট তৈরি হবে।

সাধারণ সম্পাদক উজ্জল চৌধুরী বলেন, আমরা বছরের পর বছর কৃষকদের হাতে সার পৌঁছে দিচ্ছি। অথচ নতুন নীতিমালার কারণে আমাদের অস্তিত্ব আজ হুমকির মুখে। সরকার যদি আমাদের লাইসেন্স বাতিল করে দেয়, তাহলে কৃষকরা ভোগান্তিতে পড়বে, পাশাপাশি বহু পরিবার জীবিকার পথ হারাবে।

মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ২০০৯ সালের সার ব্যবস্থাপনা নীতিমালা বহাল রেখে বর্তমান বিক্রেতাদের আইডি ও লাইসেন্স নবায়নের ব্যবস্থা করা হোক। তারা বলেন, কৃষকদের হাতে সময়মতো সার পৌঁছাতে অভিজ্ঞ খুচরা বিক্রেতাদের ভূমিকা অপরিহার্য।

এ সময় বক্তারা আরও দাবি জানান সার বিক্রেতাদের স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চিত করা, লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করা এবং মাঠ পর্যায়ে সার সরবরাহে অনিয়ম রোধে কার্যকর মনিটরিং জোরদার করা।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খুচরা সার বিক্রেতারা অংশগ্রহণ করেন। তারা দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

পরিদর্শনকালে কার্ডিনাল জার্নি ও প্রতিনিধি দল সরাসরি রোহিঙ্গা পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং কারিতাস বাংলাদেশের বাস্তবায়িত নানা মানবিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন

১ ঘণ্টা আগে

সাতক্ষীরা রেঞ্জ থেকে দুবলার চরের উদ্দেশ্যে রাস মেলা উপলক্ষে তীর্থ যাত্রা শুরু হয়েছে

১৫ ঘণ্টা আগে

নীলফামারীর সৈয়দপুরে জুলাই গণঅভ্যূত্থানের বর্ষপূতি উপলক্ষে চব্বিশ (২৪) এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা - ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

১৬ ঘণ্টা আগে

তনজিনা জরুরি সেবা- ৯৯৯ এ কল দিয়ে অভিযোগ করে বলেন, তাকে কোনো এক অন্ধকার জায়গায় আটকে রেখে হয়েছে মিনাল চলে গেছে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি

১৭ ঘণ্টা আগে