ববি'র ভিসি দপ্তরে মুলা পাঠিয়ে প্রতিবাদ

প্রতিনিধি
বরিশাল ব্যুরো
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা দীর্ঘদিনের দাবির পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে প্রতীকি প্রতিবাদ হিসেবে ভিসির দপ্তরে মুলা পাঠিয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ (ইশা) বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত এই প্রতিবাদে উপস্থিত ছিলেন শাখার সভাপতি হাসিবুল হোসেন, সহ-সভাপতি আবু সালেহ মো. হাসিবুল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বাকসু নির্বাচনের দাবির দুই মাসে কেবল নীতিমালা প্রণয়ন করা হয়েছে, সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচনের সময়, আর খেলার মাঠ সংস্কারের ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও কার্যক্রম শুরু হয়নি। ভূমি অধিগ্রহণ, মাস্টার প্ল্যান ও অবকাঠামোগত উন্নয়ন যথাসময়ে না হওয়ায় শিক্ষার্থীরা হতাশ। এছাড়া গ্রাউন্ড ফ্লোর থেকে মেইন গেইট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ নিয়মিত শুরু হবে বলে বলা হলেও বাস্তবে কোনো কার্যক্রম দেখা যায়নি।

শিক্ষার্থীরা বলেন, জুলাই মাসে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যেই কাজ সীমিত রাখা হয়েছে। শিক্ষকদের প্রমোশন ও নিয়োগ তড়িঘড়ি করা হলেও বেতন আটকা রয়েছে। কর্মচারীদের বেতনও মুলতুবি থাকায় প্রশাসনের “হবে হবে” প্রতিশ্রুতির উপরই নির্ভর করতে হচ্ছে শিক্ষার্থীদের।

এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা ভিসির দপ্তরে মুলা পাঠিয়ে প্রতীকি প্রতিবাদ চালিয়েছে। যদি অন্য কোনো দপ্তর শিক্ষার্থীদের দাবি পূরণে সহায়তা না করে, তাহলে সেগুলোতেও মুলা পাঠানো হবে বলে তারা জানিয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি উপলক্ষে প্রথম স্মারকগ্রন্থ ‘উজ্জীবন’ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে প্রকাশিত হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি প্রকাশনাটি প্

২ দিন আগে

মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফ থেকে ৯ বাংলাদেশি জেলে অপহরণ করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শাহপরীর দ্বীপের নিকটস্থ নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকারের পর ফেরার পথে এই ঘটনা ঘটে।

২ দিন আগে

রাজশাহীতে ভারতীয় আধিপত্যবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে অনুষ্ঠিত লং মার্চ ও ঘেরাও কর্মসূচি পুলিশের কঠোর ব্যারিকেডের কারণে সফল হয়নি। ‘জুলাই ৩৬ মঞ্চ’ আহ্বানিত এই কর্মসূচি ভদ্রা মোড় থেকে শুরু হলেও হাই কমিশন কার্যালয়ের প্রায় ১০০ মিটার আগে পুলিশ বাধা দিয়ে মিছিল আটকে দেয়।

২ দিন আগে

নীলফামারীতে অনুমতি ছাড়া মাটি ব্যবহার ও পরিবেশ লঙ্ঘনের অভিযোগে তিনটি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২ দিন আগে